ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ভারতের বাজারে এলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। সোমবার মুম্বইয়ে ৪ হাজার স্কোয়ার ফুটের বিলাসবহুল শোরুম উদ্বোধন করল বিশ্বখ্যাত সংস্থাটি। এটিই ভারতে টেসলার প্রথম শোরুম। মঙ্গলবার এই শোরুম উদ্বোধন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। ভারতে টেসলাকে স্বাগত জানান তিনি।
| Maharashtra CM Devendra Fadnavis today inaugurated the ‘Tesla Experience Center’ at Bandra Kurla Complex, Mumbai
Advertisement(Video source: CMO)
— ANI (@ANI)
মঙ্গলবার সকালে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের ‘টেসলা এক্সপেরিয়েন্স সেন্টার’ উদ্বোধন করেন দেবেন্দ্র ফড়ণবিস। বিলাসবহুল শোরুম উদ্বোধন করে তিনি বলেন, “ভারতের টেসলার যাত্রা শুভ হোক। সঠিক রাজ্যের সঠিক শহর থেকেই তাদের নয়া যাত্রা শুরু হচ্ছে। আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আশা করি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।” সূত্রের খবর, মুম্বইয়ের টেসলার শোরুমটির মাসিক ভাড়া ৩৫ লক্ষ টাকা।
টেসলার ভারতের শোরুমে রয়েছে জনপ্রিয় এসইউভি ‘মডেল ওয়াই’। উদ্বোধনের আগে সাংহাই থেকে আনা হয়েছে এই মডেলের ছয়টি গাড়ি। এর দু’টি ভ্য়ারিয়েন্ট হল লং রেঞ্জ আরডব্লিউডি এবং লং রেঞ্জ এডব্লিউডি। গাড়িগুলির রং ডার্ক গ্রে। গাড়িতে রয়েছে ভয়েস কমান্ড, ওয়ারলেস চার্জিং, ইন্টারনেট কানেক্টিভিটির মতো অত্যাধুনিক প্রযুক্তি। ভারতের বাজারে টেসলার ‘মডেল ওয়াই’-র দাম ধরা হয়েছে ৫৯.৮৯ লক্ষ টাকা। ভারতে আমদানিকৃত গাড়িতে ৭০-১০০ শতাংশ অবধি শুল্কের কারণে অনেক বেশি দাম দিতে হবে ক্রেতাদের। এই বিষয়ে বহুবার ক্ষোভ প্রকাশ করেছেন টেসলা সিইও এলন মাস্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.