বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে বিস্ফোরক-সহ একজন আইএসআইএস (ISIS) জঙ্গি গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাব সীমান্তে বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় পাঁচজন জঙ্গিকে খতম করলেন বিএসএফ জওয়ানরা।
Alert troops of 103 battalion of BSF noticed suspicious movement of intruders violating International Border along Tarn Taran, Punjab.Upon being challenged to stop,intruders fired upon BSF troops who retaliated in self-defence. Resultantly,5 intruders were shot. Search ops on:BSF
— ANI (@ANI)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের তরণ তারণ সীমান্তের ওপারে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন ১০৩ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত বিএসএফ (BSF) জওয়ানরা। কিছুক্ষণ বাদে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ওই অনুপ্রবেশকারীরা। সেসময় বিএসএফ জওয়ানরা নিষেধ করলে ওই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পালটা জবাব দেন জওয়ানরাও। এর ফলে ঘটনাস্থলে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একে ৪৭ রাইফেলস ও দুটি পিস্তল বাজেয়াপ্ত করেছেন বিএসএফ জওয়ানরা। এখনও সেখানে তল্লাশি চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.