Advertisement
Advertisement
Chhattisgarh

সিনেমার মতো! অপছন্দের শিক্ষিকাকে উড়িয়ে দিতে আজব বোমা ৫ পড়ুয়ার, হঠাৎ বিস্ফোরণ…

অভিযোগ, অনলাইনে বিস্ফোরক বানানোর কায়দা শিখেছিল অভিযুক্তরা।

Five students plan blast to target teacher in Chhattisgarh school

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 25, 2025 4:15 pm
  • Updated:February 25, 2025 4:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারেই পছন্দ নয় শিক্ষিকাকে। কিন্তু সেই কারণেই স্কুলের মধ্যে বিস্ফোরণের ছক পাঁচ পড়ুয়ার! এমনই কাণ্ড ছত্তিশগড়ে। আর সেই বিস্ফোরণে আহত এক চতুর্থ শ্রেণির ছাত্রী। পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকি একজন অভিযুক্ত আত্মীয়ের বাড়িতে যাওয়ার কারণে তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তারা সকলেই অষ্টম শ্রেণির পড়ুয়া। এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, বিলাসপুরের মাংলা এলাকার এক বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ওই পড়ুয়াদের তিনজন ছাত্রী। বাকিরা ছাত্র। অভিযোগ, স্কুলের এক শিক্ষিকাকে তাদের পছন্দ না হওয়ায় তারা স্কুলে বিস্ফোরণ ঘটানোর ছক কষে। আর সেই আইডিয়া থেকেই অনলাইন এক ভিডিও থেকে সোডিয়াম মেটাল বানানোর প্রক্রিয়া শিখে নেয় তারা। এরপর এক আত্মীয়ের আইডি ব্যবহার করে অনলাইনে তা কিনেও ফেলে এক পড়ুয়া। পুলিশ সূত্রের দাবি, স্কুলের শৌচাগারের সিস্টার্নের ভিতরে সেটা রেখে দেওয়া হয়। বন্দোবস্ত করা হয়, ফ্লাশ করলেই বিস্ফোরণ ঘটবে।

গত ২১ ফেব্রুয়ারি আচমকাই এক চতুর্থ শ্রেণির ছাত্রী শৌচাগারে গিয়ে ফ্লাশ করতেই বিস্ফোরণ ঘটে যায়। কেননা ওই ধাতু জলের সংস্পর্শে এলেই বিস্ফোরণ হয়। আহত ছাত্রীর চোট গুরুতর বলে জানা গিয়েছে। ২৩ ফেব্রুয়ারি সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া চার পড়ুয়াকে আটক করে পুলিশ। তাদের জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক সকলকে জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দেন।

এমন ঘটনায় বিস্মিত সকলে। ঘটনার দিন স্কুলে পরীক্ষা চলছিল। আচমকাই বিস্ফোরণে স্কুলটি কেঁপে ওঠার পর সকলে ছুটে আসেন শব্দ লক্ষ্য করে। পরে বিষয়টি পরিষ্কার হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু কেন অভিযুক্তরা এমন কাজ করল? এক শিক্ষিকাকে অপছন্দের দিকটি উঠে এলেও কেন তাঁকে পছন্দ করত না পড়ুয়ারা সেটা এখনও জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ