Advertisement
Advertisement
Fares se Fursat

শেষ মুহূর্তে উড়ানের টিকিটেও দিতে হবে না বাড়তি ভাড়া, পরীক্ষামূলকভাবে চালু ‘ফেয়ার সে ফুরসত’ প্রকল্প

যখনই টিকিট কাটুন, ভাড়া একই।

Fixed airfares till Dec 31: All about Air Alliance's ‘Fares se Fursat’

প্রতীকী ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:October 15, 2025 2:52 pm
  • Updated:October 15, 2025 2:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ছিল, দেশের মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির জন্য একটি নির্বিঘ্ন এবং নিশ্চিন্ত বিমানযাত্রা উপহার দেওয়া, যা একাধারে তাঁদের পকেটেও ছেঁকা দেবে না। সেই লক্ষ্যপূরণেই উৎসবের মরশুমে কেন্দ্রের উপহার, ‘ফেয়ার সে ফুরসত’। অর্থাৎ, দামের বাড়বাড়ন্ত থেকে নিশ্চিত রেহাই।
আসলে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের উদ্যোগে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘অ্যালায়েন্স এয়ার’ সম্প্রতি চালু করেছে এক বিশেষ প্রকল্প, যার আওতায় টিকিটের দাম থাকবে স্থির। বুকিং যত দেরিতেই হোক না কেন, টিকিটের মূল্য কোনওমতেই আর বাড়বে না। তা সে মাস কয়েক আগেই টিকিট কাটা থাকুক বা কাটা হোক দেরিতে, যাত্রার মাত্র এক দিন আগে।

Advertisement

পরীক্ষামূলকভাবে ‘ফেয়ার সে ফুরসত’ চালু থাকছে ১৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত কিছু রুটেই এটি কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে। এই পর্যায়ে যাত্রীদের কাছ থেকে কেমন সাড়া মেলে এবং উদ্যোগ কতটা সফল হয়, খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে অ্যালায়েন্স এয়ার দেশে প্রতি সপ্তাহে অন্তত ৩৯০টি উড়ান পরিচালনা করে ডিমাপুর, আইজল, জগদলপুর, জলগাঁও, বিলাসপুর, বিকানের, রুপসি-র মতো ছোট শহরগুলিতে।

প্রসঙ্গত, ‘ফেয়ার সে ফুরসত’ সরকারের সফল UDAN (উড়ে দেশ কি আম নাগরিক, সূচনা ২০১৬ সালে) কর্মসূচির উপর ভর করে গড়ে উঠেছে। এই প্রকল্পের আওতায় ছোট শহর ও অনুন্নত রুটে বিমান পরিষেবা চালু করতে কেন্দ্রীয় সরকার ভরতুকি, কর ছাড় দেয়।

সোমবার ‘ফেয়ার সে ফুরসত’-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু। তাঁর কথায়, “বিমানের ভাড়া নিয়ে উদ্বেগ থেকে যাত্রীদের মুক্তি দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্তরা যাতে সহজে বিমানযাত্রা করতে পারেন, প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই কাজ করছে অ্যালায়েন্স এয়ার।” অ্যালায়েন্স এয়ার সংস্থার চেয়ারম্যান অমিত কুমার এবং সিইও রাজর্ষি সেন এই উদ্যোগকে ‘সাহসী এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ