সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে কেরলে৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ জারি হাই অ্যালার্ট৷ শনিবার পর্যন্ত বন্ধ কোচি বিমানবন্দর৷ ব্যাহত মেট্রো পরিষেবাও৷ এদিকে, পিকনিক করতে গিয়ে মধ্যপ্রদেশে জলপ্রপাতে তলিয়ে গেলেন ১১ জন৷ দুর্গতদের উদ্ধারে নেমেছে সেনা৷
গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি৷ ইদুক্কি বাঁধ থেকে জল ছাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি কেরলে। আপাতত বন্ধ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। নতুন করে যদি ফের কেরলে বৃষ্টি নামে, তাহলে কোচি বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দুই-তিনদিন রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের ১২টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা । উত্তর মালাপ্পুরম, কান্নুর, কোট্টায়াম ওয়ানাদ, কোঝিকোড়ের মতো একাধিক এলাকার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। কেরলের বন্যায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৮০ জন। প্রায় জনা কুড়ি মানুষের কোনও খোঁজ নেই। পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী বিজয়ন। দুর্গতদের সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। বন্যা দুর্গতদের উদ্ধারে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। কেরলের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দক্ষিণের রাজ্যটি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রও। এদিকে আবার একটানা বৃষ্টিতে বাঁধগুলির অবস্থাও ভাল নয়। ইদুক্কি, কোল্লাম-সহ বেশ কয়েকটি জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত । নিচু এলাকায় একাধিক মাটির বাড়ি ভেঙে গিয়েছে। গৃহহীন মানুষ বিভিন্ন ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে গিয়েছে। বেশ কিছু গবাদি পশুরও মৃত্যু হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়ায় কর্মহীন কেরলের মৎস্যজীবীরাও । পরিস্থিতির জেরে বৃহস্পতিবার কেরলের আটটি জেলায় সব স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে প্রশাসন।
এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের সুলতানগড় জলপ্রপাতে বেশ কয়েকজন পিকনিক করতে গিয়েছিলেন৷ আচমকাই হড়পা বান আসে৷ জলের তোড়ে তলিয়ে যান ১১ জন যুবক৷ তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ৷ ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ টুইটে দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.