Advertisement
Advertisement
Taslima Nasreen

‘মহিলাদের মানুষ মনে করে না ওরা’, তালিবানের সংবাদ সম্মেলন নিয়ে তোপ তসলিমার

'নারীবিদ্বেষের উপর নির্মিত রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত নয়', মন্তব্য লেখিকার।

'For Taliban Women Not Human': Taslima Nasreen On Journalist 'Ban'
Published by: Kishore Ghosh
  • Posted:October 11, 2025 7:59 pm
  • Updated:October 11, 2025 8:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকরা আমন্ত্রণ পাননি। এই ঘটনায় আফগানিস্তানের তালিবান শাসকদের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, তালিবানরা আসলে মেয়েদের মানুষ বলে মনে করে না, সেই কারণেই সাংবাদিক সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি।

Advertisement

‘লজ্জা’, ‘দ্বিখণ্ডিত’, ‘আমার মেয়েবেলা’র স্রষ্টার বক্তব্য, “মেয়েদের মানবাধিকার অস্বীকার করে ওরা (তালিবানরা), কারণ মেয়েদের মানুষ বলেই মনে করে না।” এদিন আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে যে পুরুষ সাংবাদিকরা উপস্থিত ছিলেন, তাঁদেরও কড়া সমালোচনা করেন লেখিকা। সমাজমাধ্যমে তসলিমা লিখেছেন, “তালিবানরা ইসলামে বিশ্বাস করেন, সেখানে মহিলাদের ঘরে থাকার নিদান দেওয়া হয়েছে। আশা করা হয় যে তাঁরা সন্তান ধারণ করবে এবং স্বামী ও সন্তানদের সেবা করবেন।”

বাংলাদেশি লেখিকা আরও লিখেছেন, “এই নারীবিদ্বেষী পুরুষরা ঘরের বাইরে কোথাও মেয়েদের দেখতে চায় না— স্কুলে নয়, কর্মক্ষেত্রেও নয়।” পুরুষদের সাংবাদিকদের তোপ দেগে তসলিমা বলেন, “পুরুষ সাংবাদিকদের মধ্যে যদি বিন্দুমাত্র বিবেক থাকত, তাহলে তাঁরা সংবাদিক সম্মেলন থেকে ওয়াক আউট করত।” যখন দিল্লির বিরুদ্ধে তালিবান তোষণের অভিযোগ উঠছে, সেই সময় তসলিমা নাসরিনের বক্তব্য, “জঘন্য নারী বিদ্বেষের উপর নির্মিত একটি রাষ্ট্র, একটি বর্বর রাষ্ট্র। কোনও সভ্য জাতির এদেরকে স্বীকৃতি দেওয়া উচিত নয়।” বলা বাহুল্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকার এই বক্তব্যে খানিক অস্বস্তিতে পড়ল সাউথ ব্লক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ