Advertisement
Advertisement
Karnataka

রোজ বন্যপ্রাণীদের অত্যাচার! ক্ষোভে বনকর্মীদেরই খাঁচায় ভরল গ্রামবাসীরা

গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের কথায় গুরুত্ব দেয়নি বনদপ্তর।

Forest officials locked up in Tiger cage by villagers in Karnataka
Published by: Subhankar Patra
  • Posted:September 10, 2025 5:37 pm
  • Updated:September 10, 2025 5:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট বড় খাঁচা। সাধারণত যা ব্যবহার করা হয় বাঘ বা  বন্যপ্রাণীকে ধরতে। সেই খাঁচায় বন্দি ৭ জন ব্যক্তি। তাঁদের আটকে রেখেছেন উত্তেজিত গ্রামবাসীরা। কিন্তু কেন? গ্রামে লাগাতার হানা দিচ্ছে বনবিড়াল ও অন্যান্য হিংস্র বন্যপ্রাণীরা। টেনে নিয়ে যাচ্ছে গবাদি পশুদের। তাদের আক্রমণে বিপদে পড়েছেন বন লাগোয়া বাসিন্দারা। বনদপ্তরে বারবার অভিযোগ জানালেও এই কাণ্ডের সুরাহা মেলেনি বলে অভিযোগ। এরপর বনদপ্তরের ৭ কর্মীদের বাঘের জন্য পাতা খাঁচায় বন্দি করে রাখলেন উত্তেজিত গ্রামবাসী।

Advertisement

ঘটনাটি ঘটেছে কর্নাটকের গুন্ডলুপেট তালুকের বোমলাপুরা গ্রামে। বান্দিপুর বাফার জোনের সাত বনকর্মীকে আটকে রাখেন তাঁরা। আগে থেকে পাতা খাঁচা পরিদর্শনে আসেন কর্মীরা। তখন তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। তারপরই কর্মীদের বন্দি করেন  তাঁরা।

গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই হানা দিচ্ছে বন বিড়াল। টেনে নিয়ে যাচ্ছে গবাদি পশুদের। ভয়ে কাটা গ্রামবাসীরা বাইরে বেরতে পাচ্ছেন না। এই কথা তাঁরা বনদপ্তরে জানান। কর্মীরা এলাকায় খাঁচা পাতেন। অভিযোগ, ব্যস! ওই টুকুই। তাঁরা বিশেষ গুরুত্ব দেননি বিষয়টিকে। গবাদি পশুর মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চাওয়া হলেও তা পাওয়া যায়নি। এহেন পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছিল। বনকর্মীরা গ্রামে যেতেই তাঁদের খাঁচা বন্দি করেন গ্রামবাসীরা। সমস্যা সমাধানের  আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ