সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআইয়ের সমনের পরদিন দিল্লির থানায় হাজির সত্যপাল মালিক (Satya Pal Malik)। শনিবার দুপুরে দিল্লির আরকে পুরমের থানায় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের আচমকা হাজিরা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি গ্রেপ্তার হলেন সত্যপাল মালিক? যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। তাদের দাবি, “নিজের ইচ্ছেতেই উনি থানায় এসেছিলেন। আমরা গ্রেপ্তার করিনি।”
দিল্লি পুলিশের দাবি, “প্রাক্তন রাজ্যপাল সত্য়পাল মালিককে আমরা গ্রেপ্তার করিনি। নিজের সমর্থকদের নিয়ে উনি নিজের ইচ্ছেতেই আর কে পুরম থানায় এসেছিলেন। আমরা ওঁকে জানিয়েছিলাম, নিজের ইচ্ছে মতো উনি চলে যেতেন পারেন।” সূত্রের খবর, নিজের বাড়ির কাছে একটি পার্কে সভার আয়োজন করেছিলেন সত্যপাল মালিক। পুলিশি অনুমতি ছাড়া সভা করা যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ। এরপরই দলবল নিয়ে তিনি থানায় হাজির হন।
সত্যপাল মালিকে ফেসবুক পেজে পোস্ট হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তাঁর ডাকে জড়ো হওয়া উত্তরপ্রদেশ, হরিয়ানার কৃষক নেতারা বাসে চড়ে আর কে পুরম থানায় হাজির হন। থানায় ঢুকতেও দেখা গিয়েছে তাঁদের। বাইরে দাঁড়িয়ে প্রাক্তন রাজ্যপালকে বলতে শোনা গিয়েছে, “এখন পুলিশ বলছে আমাদের গ্রেপ্তার করবে না।” এদিকে দীর্ঘক্ষণ তাঁরা বাড়ি ফেরেনি বলে পরিবার সূত্রে খবর।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের জন্য একটি মেডিক্যাল স্কিম চালু করে রিলায়েন্স। এই মামলায় অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল বিমা এবং ত্রিনিতি রিইনসিওরেন্স ব্রোকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। ২০১৮ সালে সেখানকার রাজ্যপাল থাকাকালীন তিনি সেই সংক্রান্ত চুক্তি বাতিল করেছিলেন সত্যপাল। বিমা স্কিমটিতে গরমিলের অভিযোগ তুলেছিলেন তিনি। সেই সূত্র ধরেই সত্যপাল মালিককে সিবিআই সমন পাঠিয়েছে সিবিআই (CBI)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.