সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিকমাধ্যমের পাকিস্তানপন্থী পোস্ট ফরোয়ার্ড করেছিলেন এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। যদিও সেই অভিযোগ খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালতের সাফ কথা, সামাজিকমাধ্যমে এই ধরনের বার্তা রাগ বা বৈরিতা উসকে দিতে পারে, তাই বলে এর জন্য দেশদ্রোহের অভিযোগ আনা যায় না।
মিরাটের বাসিন্দা অভিযুক্ত ব্যক্তির নাম সাজিদ চৌধুরী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিকমাধ্যমের পোস্টে লেখেন ‘কামরান ভাট্টি আপনার জন্য গর্বিত, পাকিস্তান জিন্দাবাদ’। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্বকে বিপন্ন করার মতো অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছিল। গত ১৩ মে থেকে জেলবন্দি তিনি। শুনানিতে সাজিদ দাবি করেন, তিনি নিজে কোনও মেসেজ লেখেননি কিংবা পোস্ট তৈরি করেননি। ঘৃণামূলক কোনও উদ্দেশ্য ছাড়াই কেবল একটি পোস্ট ফরোয়ার্ড করেছিলেন।
সাজিদের আইনজীবী জানান, তাঁর মক্কলের অতীতে অপরাধের রেকর্ড নেই। যদিও সরকারি কৌশলী দাবি করেন, সাজিদ চৌধুরী একজন ‘বিচ্ছিন্নতাবাদী’। বিচারপতি সন্তোষ রাইয়ের পর্যবেক্ষণ, সোশাল মিডিয়ায় এই ধরনের বার্তা রাগ বা বৈরিতা সৃষ্টি করতে পারে, এটি ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ধারার (শত্রুতা প্রচার) অধীনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। কিন্তু এটি দেশদ্রোহিতার ধারায় পড়ে না। আদালত আরও জানায়, সরকার পক্ষের আইনজীবী এমন কোনও প্রমাণ জমা দেননি যা প্রমাণ করে যে সাজিদ ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনও বিবৃতি দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.