Advertisement
Advertisement
সুপ্রিম কোর্ট

বিনামূল্যে করোনা পরীক্ষা দেশের গরিবদের জন্য, রায় সুপ্রিম কোর্টের

সরকার স্থির করবে কারা বিনামূল্যে করোনা পরীক্ষা করাবেন।

Free Corona testing only for poor said Supreme Court
Published by: Sucheta Chakrabarty
  • Posted:April 13, 2020 8:44 pm
  • Updated:April 13, 2020 8:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণ কমাতে প্রয়োজন দেশের প্রচুর মানুষের মধ্যে করোনা পরীক্ষা করা। তবে দেশের সমস্ত গরিবেরাই বিনামূল্যে করোনা (COVID-19) পরীক্ষা করার সুযোগ পাবেন। এমনটাই রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। তবে প্রকৃত অর্থে দেশে কারা দরিদ্রসীমার নীচে তা স্থির করবে সরকার।

Advertisement

আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সকলেরই বিনা পয়সায় কোভিড ১৯ টেস্ট করার সুযোগ পাওয়া উচিত। কিন্তু বেসরকারি ল্যাবরেটরিগুলি জানায়, তাদের পক্ষে বিনা পয়সায় টেস্ট করা সম্ভব নয়। এরপরই সিদ্ধান্তে বদল আনে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ শীর্ষ আদালত জানায়, করোনা মোকাবিলায় সরকার যথাসাধ্য চেষ্টা করছেন। তবে দেশের মধ্যে যাঁরা সবথেকে গরিব, কেবলমাত্র তাঁরাই বিনামূল্যে করোনা পরীক্ষা করনোর সুযোগ পাবেন। সরকারই স্থির করবে, কারা বিনা পয়সায় ওই পরীক্ষা করার সুযোগ পাবেন ও কারা পাবেন না। এদিন সুপ্রিম কোর্ট জানায়, “যে ব্যক্তিরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় পড়েন, তাঁরা ইতিমধ্যে বিনা পয়সায় করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন। আর্থিকভাবে দুর্বল সমাজের অন্য কোনও অংশকে ওই সুবিধা দিতে গেলে সরকারকে বিজ্ঞপ্তি জারি করতে হবে।” তবে কারা বিনা পয়সায় কোভিড ১৯ (COVID-19) পরীক্ষার সুযোগ পাবেন, তা নিশ্চিত করতে সরকারের হাতে এক সপ্তাহ সময় রয়েছে. তার মধ্যেই সরকারকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে।

[আরও পড়ুন:প্লাস্টিকের ব্যাগে ভরে একাধিক বাড়ি লক্ষ্য করে থুতু! অজ্ঞাতপরিচয় মহিলাদের খোঁজে শুরু তদন্ত]

ভারতে করোনার জেরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। নতুন আক্রান্ত অন্তত ২২৪ জন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে যথাক্রমে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান।

[আরও পড়ুন:রাস্তায় নেমে গ্লাসে ঢেলে বিনি পয়সায় মদ বিলি যুবকের, ভিডিও ভাইরাল]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ