সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। হাতেগরম একাধিক ইস্যু নিয়ে অধিবেশন জুড়ে সরকারকে কোণঠাসা করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে ইন্ডিয়া জোট। শনিবার রাতে ভারচুয়াল বৈঠক কেন্দ্রকে নিশানা করার জন্য পাঁচটি অস্ত্র ঠিক করে ফলেছ ইন্ডিয়া জোট। সেগুলি হল পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরের পর সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের একের পর এক দাবি, কেন্দ্রের কূটনৈতিক ব্যর্থতা, ভোটার তালিকায় নিবিড় সংশোধন এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে মহিলা ও দলিতদের উপর আক্রমণ।
শনিবার রাতে ভারচুয়াল বৈঠকে জোটের ২৪ দলের শীর্ষনেতৃত্ব অংশ নেন। তৃণমূলের তরফে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের পক্ষে সোনিয়া ও রাহুল গান্ধী, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এনসিপি (এসপি)র শরদ পাওয়ার, ঝাড়খন্ড ও জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং ওমর আবদুল্লা, আরজেডির তেজস্বী যাদব, সিপিএমের এম অ বেবি সহ বাম ও শরিক দলের শীর্ষনেতৃত্ব। ঠিক হয়েছে সংসদে ইন্ডিয়া জোটের অন্তর্গত দলগুলি সমন্বয় স্থাপন করে কাজ করবে।
জানা গিয়েছে, শনিবারের বৈঠকে মূলত পাঁচটি বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে অন্যতম অপারেশন সিঁদুর ও পরবর্তী বিদেশ নীতিতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, ভোটার তালিকা সংশোধনের নামে কীভাবে কেন্দ্র এনআরসি করছে, এই দুটি বিষয়। ভোটার তালিকা সংশোধনী নিয়ে কেন্দ্রের বিবৃতি দাবির পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের একের পর এক দাবির পরেও কেন প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন ইন্ডিয়া জোটের তরফে তাও জানতে চাওয়া হবে। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে ২৪ দলের তরফে সোচ্চার হওয়ার পক্ষে সহমত হয়েছে বলে খবর। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে মহিলা ও দলিতদের ওপর আক্রমণ সংগঠিত হচ্ছে তা নিয়ে সরকারকে চেপে ধরার পরিকল্পনা করা হয়েছে।
সূত্রের খবর, ইন্ডিয়া শরিকদের মধ্যে সমন্বয় বাড়ানো নিয়ে কথা হয়েছে জোটের বৈঠকে। শনিবার ভারচুয়াল বৈঠক হয়েছে। খুব শীঘ্রই সামনাসামনি বৈঠক বসবে বিরোধী শিবিরের শীর্ষ নেতারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.