সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর চলাকালীন শত্রু পাকিস্তানকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছিল ভারতীয় ক্ষেপণাস্ত্র আকাশ। মাঝ আকাশেই ধুলিস্যাৎ করেছিল পাকিস্তানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র-বিমান। বিশ্বের সমীহ কুড়িয়ে নেওয়া সেই আকাশের মন মজেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের। প্রধানমন্ত্রী ব্রাজিল সফরের আগে অপ্রতিরোধ্য এই ভারতীয় ক্ষেপণাস্ত্র কেনায় আগ্রহ প্রকাশ করা হয়েছে দেশটির তরফে।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামিকাল ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে কেন্দ্রের তরফে। প্রধানমন্ত্রীর আসন্ন কর্মসূচি প্রকাশ্যে আনার সময় কেন্দ্রীয় সচিব পি কুমারন বলেন, “এই সফরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ উৎপাদন ও প্রশিক্ষণের বিষয় নিয়ে আলোচনা হবে। ভারত ও ব্রাজিলের আধিকারিকরা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। ব্রাজিল আমাদের কমিউনিকেশন সিস্টেম, অফশোর টহল জাহাজ, স্করপিন সাবমেরিন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ ক্ষেপণাস্ত্র ও গরুড় বন্দুকের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।”
উল্লেখ্য, ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও শত্রু বিমান ধ্বংসে এর জুড়ি মেলা ভার। স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্র মাটি থেকে আকাশে যে কোনও লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হেনে তাকে ধরাশায়ী করে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওজন ৭৫০ কেজি। ট্রাকে লোড করে সহজে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়।
মনে করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রীর এই ব্রাজিল সফর ভারতের অস্ত্র বাণিজ্যে নয়া মাত্রা যোগ করবে। যদিও ভারতের প্রতিরক্ষা রপ্তানির এই প্রথমবার নয়। ব্রাজিলের আগে ভারত আর্মেনিয়া-সহ একাধিক দেশকে প্রতিরক্ষা সামগ্রী ও যুদ্ধাস্ত্র বিক্রি করেছে। এবার ব্রাজিলের সঙ্গে চুক্তি সাক্ষর হলে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বিরাট সাফল্য পাবে দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.