সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রোল বা ১০ বছরের পুরনো গাড়িকে আর ডিজেল দেওয়া হবে না। রাজধানীর দূষণ যন্ত্রণা লাঘব করতে জুলাইয়ের এক তারিখ থেকেই কড়া নির্দেশিকা জারি করেছিল দিল্লি সরকার। কিন্তু প্রবল বিক্ষোভের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হয় রেখা গুপ্তর সরকারকে। দিল্লি সরকার আবারও পুরনো সিদ্ধান্ত বহাল করল। সরকারি সূত্র জানিয়ে দিল, ১ জুলাই থেকে না হলেও আগামী ১ নভেম্বর থেকে রাজধানীতে পুরনো গাড়িগুলি পেট্রল ও ডিজেল পাবে না।
দূষণ যন্ত্রণায় বহু বছর ধরে নাজেহাল রাজধানী দিল্লি। প্রতি বছর এই ইস্যুতে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার নিলেও দূষণের বাস্তব সুরাহা অধরাই ছিল। এই সমস্যা দূর করতে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ১৫ বছরের পুরনো সব পেট্রলচালিত এবং ১০ বছরের পুরনো সব ডিজেলচালিত গাড়িকে নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করেছিল। সেই সুপারিশ মেনে দিল্লি সরকার ১ জুলাই থেকে সব পুরনো গাড়িকে পেট্রল দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হতেই তীব্র প্রতিবাদ আসে আমজনতার তরফ থেকে। সোশাল মিডিয়ায় ব্যাপক প্রতিবাদ শুরু হয়। শেষ বাধ্য হয়ে ওই সিদ্ধান্ত পিছিয়ে দিতে বাধ্য হয় দিল্লি সরকার।
দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানান, পরে আরও সুপরিকল্পিতভাবে ওই সুপারিশ চালুর কথা ভাবা হতে পারে। মঙ্গলবার দিল্লি সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ১ নভেম্বর থেকেই পুরনো ওই নির্দেশিকা ফের চালু হবে। ১৫ বছরের পুরনো পেট্রল চালিত এবং ১০ বছরের পুরনো ডিজেল চালিত ইঞ্জিনকে জ্বালানি দেওয়া বন্ধ করে দেওয়া হবে।
এই নির্দেশিকা কার্যকর করতে বিশেষ ধরনের যন্ত্র পেট্রোল পাম্পে বসানো হবে। যে যন্ত্র ১৫ বছরের পুরনো গাড়িকে চিহ্নিত করবে এবং তাতে তেল যাবে না। শুধু তাই নয়, এই ধরনের গাড়িকে চিহ্নিত করতে বিশেষ দল গঠন করা হবে। বাইরে থেকে আসা পুরনো গাড়িকে ঢুকতে দেওয়া হবে না দিল্লিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.