সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিএসটি ব্যবস্থায় বড়সড় পরিবর্তন এনেছে কাউন্সিল। আর এতেই উঠেছে প্রশ্ন। পুজোর কেনাকাটা সেই সময় করতে গেলে কি খরচ বাড়বে নাকি কমবে? নয়া কাঠামোয় মাত্র দু’টি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। এর আগে ছিল চারটি স্ল্যাব। ৫ ও ১৮ ছাড়াও থাকত ১২ ও ২৮ শতাংশের স্ল্যাব। নতুন কাঠামোয় আড়াই হাজার টাকার বেশি জামাকাপড়ে ১২ শতাংশের জায়গায় দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। ফলে তা মহার্ঘ হবে সেটা বলাই বাহুল্য।
২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে। ফলে তার আগেই কেনাকাটি করলে তাও প্রভাব পড়বে না। কিন্তু ওই তারিখ থেকে কেনাকাটি করলেই গুনতে হবে অতিরিক্ত গাঁটের কড়ি। রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও ক্লোথিং ম্যানুফাকচারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইতিমধ্যেই দুই স্ল্যাবের জিএসটি কাঠামোকে স্বাগত জানিয়েছে। কিন্তু সেই সঙ্গে তারা প্রশ্ন তুলেছে আড়াই হাজার টাকার বেশি জামাকাপড়ের উপরে জিএসটি বেশি লাগু হওয়ার বিষয়টি নিয়ে। তাদের দাবি, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তরা এতে সমস্যায় পড়বেন।
রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এক বিবৃতিতে প্রশ্ন তুলে জানিয়েছে, ‘সমস্ত পোশাক ও জুতোকে সাধারণ ৫ শতাংশের করের আওতাতেই রাখা হয়। বা যতটা সম্ভব কম রাখা হয়। অনেক বেশি যুক্তিযুক্ত ছিল সেটা।’
এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানাচ্ছেন, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠমোয় পরিবর্তন আনা হয়েছে। সেকারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় ১৭৫টি জিনিসের দাম কমতে পারে। কিন্তু বিতর্ক ঘনিয়েছে আড়াই হাজারের বেশি দামি পোশাক ও জুতোর ক্ষেত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.