Advertisement
Advertisement
Gautam Adani

সুপ্রিম-স্বস্তির পর এবার এশিয়ার ধনীতম আদানি, পিছনে ফেললেন আম্বানিকে

চাঙ্গা আদানি গোষ্ঠীর শেয়ারও।

Gautam Adani overtakes Mukesh Ambani as India's richest। Sangbad Pratidin

মুকেশ আম্বানিকে পিছনে ফেলে পেলেন এশিয়ার ধনীতম আদানি

Published by: Biswadip Dey
  • Posted:January 5, 2024 3:03 pm
  • Updated:January 5, 2024 3:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গ মামলায় (Hindenburg Case) সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছিলেন দুদিন আগেই। এবার ফের সুখবর পেলেন গৌতম আদানি (Gautam Adani)। মুকেশ আম্বানিকে পিছনে ফেলে পেলেন এশিয়ার ধনীতম হওয়ার শিরোপা। ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স’ অনুসারে এমনটাই জানা যাচ্ছে।

Advertisement

গত বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় SEBI-র তদন্তের উপরই ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের। যার পর গতি পায় ধনকুবেরের গোষ্ঠীর শেয়ার। বিশেষত আদানি পোর্টস ও অম্বুজা সিমেন্টস পৌঁছে যায় গত ৫২ সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে। আর এবার জানা গেল, এই মুহূর্তে আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ লক্ষ ১১ হাজার ৫৮৪ কোটি টাকা। তাঁর থেকে সামান্য দূরেই রয়েছেন আম্বানি (Mukesh Ambani)। তাঁর সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, নিউ ইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে। সেই ধাক্কা সামলে ফের দ্রুত হারে বেড়েছে ওই গোষ্ঠীর বাজার মূলধন। তারই প্রতিফলন ধরা পড়ছে নয়া তালিকায়। বিশেষত সুপ্রিম কোর্টে স্বস্তি পাওয়ায় আদানির ‘কামব্যাক’ দেখছিল ওয়াকিবহাল মহল। তাঁকে বলতেও শোনা গিয়েছে,‘সত্যের জয় হয়েছে। যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবেই ভারতের উন্নয়নের কাজ চালিয়ে যাব।’ এবার এশিয়ার ধনীতমর তকমাও ফিরে পেলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ