সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলরের মধ্যে প্রথম সারিতে রয়েছে তাঁর নাম। কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার তাঁর মা সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে আরজি জানালেন এক মহিলা কৃষক। প্রস্তাব দিলেন, এবার বিয়ে দেওয়া হোক রাহুলের। যা শুনে সোনিয়ার জবাব, ”আপনারা মেয়ে খুঁজে দিন।”
রাহুল গান্ধী টুইট করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হরিয়ানার সোনিপতের কৃষক পরিবারের মহিলাদের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা ও সোনিয়ার কথোপকথন। রীতিমতো ঘরোয়া আসরের মতো সেই আড্ডাতেই উঠে এসেছে রাহুলের বিয়ের প্রসঙ্গ। দাদা সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কার টিপ্পনী, ”দেখে যাই হোক, ও খুব কিন্তু খুব বিচ্ছু।”
मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे – देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:
— Rahul Gandhi (@RahulGandhi)
প্রসঙ্গত, সম্প্রতি লালুপ্রসাদ যাদবও বিরোধীদের বৈঠকের পরে হওয়া সাংবাদিক সম্মেলনে সরাসরি রাহুলকে বলেছিলেন, দ্রুত বিয়েটা সেরে ফেলতে। গত বছর নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছিল রাহুলকে। ভারত জোড়ো যাত্রার মধ্যেই একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মনের কথা খুলে বলেন কংগ্রেস নেতা। জানিয়ে দেন, নিজের পছন্দমতো মেয়েকে খুঁজে পেলে অবশ্যই বিয়ের পিঁড়িতে বসবেন। কেমন মেয়ে পছন্দ, সে প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ”আমার মা আর ঠাকুমা-দু’জনের গুণ যদি একজন মেয়ের মধ্যে থাকে, তাহলে সেই মেয়েকে আমার পছন্দ হবেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.