Advertisement
Advertisement
Bengaluru

বিদ্যুতের খুঁটিই মৃত্যুদূত! খেলতে খেলতে ছুঁতেই প্রাণ গেল ১১ বছরের নাবালিকার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে আঙুল উঠছে বেঙ্গালুরু বিদ্যুৎ পর্ষদের দিকে।

Girl dies of electrocution after touching Electric pole in Bengaluru
Published by: Kishore Ghosh
  • Posted:June 11, 2025 8:36 pm
  • Updated:June 11, 2025 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল জেস্ক: বেঙ্গালুরুর শহরতলিতে মর্মান্তিক মৃত্যু হল ১১ বছরের এক নাবালিকার। বাড়ির কাছে খেলতে খেলতে একটি বিদ্যুতের খুঁটি ছুঁয়েছিল সে। এর ফলেই বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু হয় তার। এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে বেঙ্গালুরু বিদ্যুৎপর্ষদের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম তনিষ্কা। স্কুল ছুটি থাকায় বাড়িতেই ছিল বছর এগারোর মেয়েটি। বেঙ্গালুরু শহরতলির নারায়ণঘাটা গ্রাম বাড়ি তার। ঘটনার দিন বাড়ির সামনেই খেলছিল সে। পরিবারের লোকেরা ভাবতেই পারেননি খানিক বাদে চরম কাণ্ড ঘটে যাবে। রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটি ছুঁতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয় তনিষ্কার।

হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন নাবালিকার মা-বাবা। তাঁদের মেয়ের মৃত্যুর জন্য বেঙ্গালুরু বিদ্যুৎপর্ষদের গাফিলতিকে দায়ী করেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি গ্রাম পঞ্চায়েত রাস্তার আলো লাগিয়েছিল, যদিও সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে অস্বীকার করেছিল বিদ্যুৎপর্ষদ। তেমন একটি বিদ্যুতের খুঁটিতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। পর্ষদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সূর্য সিটি পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement