Advertisement
Advertisement
Tripura

বিজেপি-শাসিত ত্রিপুরায় ফের নাবালিকা ধর্ষণ! প্রশ্নের মুখে ‘ডবল ইঞ্জিন’ সরকার

অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

Girl harassed in Tripura

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:July 31, 2025 10:00 am
  • Updated:July 31, 2025 10:00 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি-শাসিত ত্রিপুরায় ফের নাবালিকা ধর্ষণ! অভিযোগ জানানোর পরেও ‘ধর্ষক’-দের ধরতে পারেনি পুলিশ। এই ঘটনার জেরে ত্রিপুরায় মহিলাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। তদন্তকারী দল জানিয়েছে, ত্রিপুরার খোয়াই জেলায় সোমবার সন্ধ‌্যায় মুদির দোকানে যাওয়ার সময়ই নাবালিকাকে ধর্ষণ করা হয়।

Advertisement

সোমবার সন্ধ‌্যায় মুদির দোকানে যাওয়ার পথেই ওই কিশোরীর সামনে একটি মোটরবাইক করে দুই দুষ্কৃতী এসে নামে। এরপর নাবালিকাকে পার্শ্ববর্তী এলাকার একটি পরিত‌্যক্ত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এমনকী ভয় দেখানো হয় যে, কাউকে বিষয়টি বললে প্রাণে মেরে ফেলা হবে। ধর্ষণের ভিডিও করা হয়। হুমকির সুরে বলা হয়, ‘কেউ যদি জানতে পারে, তাহলে এই ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হবে।’ স্থানীয়রা ওই নাবালিকাকে কাঁদতে দেখেই সঙ্গে সঙ্গে উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে।

বাড়ি ফিরে বিষয়টি ওই নাবালিকা পরিবারের লোকজনকে জানায়। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। তদন্তকারী দলের পদস্থ অফিসার জানিয়েছেন, তদন্তে জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত একই জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কিছুদিন ধরেই ওই নাবালিকার সঙ্গে অভব‌্য আচরণ করছিল অভিযুক্তরা। এমনকী, শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। তা নাকচ করার জেরেই ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ