ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজকর্মী সোনম ওয়াংচুকের ঠাঁই হয়েছে রাজস্থানের যোধপুর জেলে। বুধবার তাঁর সঙ্গে দেখা করলেন স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। নিজেই এক্স হ্যান্ডলে সেকথা জানিয়েছেন তিনি। জানিয়েছেন, বন্দি অবস্থাতেও সোনমের মনোবল অটুট রয়েছে।
গীতাঞ্জলি লিখেছেন, ‘আমি ঋতম খাড়ের সঙ্গে মিলে আজ সোনমের সঙ্গে দেখা করেছি। আটকের অর্ডারটাও পেয়েছি, যেটাকে চ্যালেঞ্জ করব। ওঁর মনোবল অটুট। ওঁর অঙ্গীকার দৃঢ়! স্থিতিস্থাপকতা অক্ষুণ্ণ! সমর্থনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।’
Met today with and got the detention order which we will challenge.
His spirit is undaunted. His commitment resolute! His resilience intact!
He conveys heartfelt thanks to all for their support and solidarity.— Gitanjali J Angmo (@GitanjaliAngmo)
লাদাখে ‘গণবিক্ষোভে’র ২ দিন পর আন্দোলনের প্রধান মুখ তথা পরিবেশকর্মী সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোনমের। সেই সাংবাদিক সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে তিনি গ্রেপ্তার হন। সূত্রের খবর, গ্রেপ্তারির পরই সোনমকে লাদাখ থেকে সরিয়ে রাতারাতি নিয়ে যাওয়া হয় লেহ থেকে ১৪০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুরে।
ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনে সরকার স্রেফ সন্দেহের বশে সন্দেহভাজনকে দিনের পর দিন আটকে রাখতে পারে। মেলে না জামিনও। সোনমের সঙ্গেও তেমনটা হতে পারে বলে তাঁর অনুগামীদের আশঙ্কা। এদিকে গ্রেপ্তারির পর লেহ-তে যাতে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করতে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। কড়া পুলিশি প্রহরায় রাখা হয় গোটা শহরকে। জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.