Advertisement
Advertisement
Delhi Congress

দিল্লিতে মহিলা সাংসদের হার ছিনতাই! রাজধানীতে নারীরা কি আদৌ নিরাপদ? উঠছে প্রশ্ন

কংগ্রেস সাংসদ সুধা রামকৃষ্ণনের হার ছিনতাই হয়ে গিয়েছে।

Gold chain of Congress MP stolen from Delhi
Published by: Anwesha Adhikary
  • Posted:August 4, 2025 1:46 pm
  • Updated:August 4, 2025 1:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর কুর্সিতে রয়েছেন এক মহিলা। কিন্তু সেই দিল্লিতেই খোদ মহিলা সাংসদের গলা থেকে হার ছিনতাই হয়ে গেল! জানা গিয়েছে, সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কংগ্রেস সাংসদ সুধা রামকৃষ্ণন। সেই সময়েই স্কুটারে চেপে আসা এক ব্যক্তি তাঁর সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, সাতসকালে একজন মহিলা সাংসদই যদি সুরক্ষিত না থাকেন, তবে দিল্লির সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায়?

Advertisement

সোমবার সকালে পুলিশে অভিযোগ দায়ের করেন সুধা। তামিলনাড়ুর মায়িলাদুথুরাই কেন্দ্রের সাংসদ তিনি। পুলিশি অভিযোগে সুধা জানান, ডিএমকে সাংসদ রাজিথির সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। চাণক্যপুরীতে পোল্যান্ডের দূতাবাসের কাছাকাছি পৌঁছতেই স্কুটারে চেপে আসে এক ব্যক্তি। হেলমেট পরে থাকার দরুণ তার মুখ দেখা যায়নি। উলটোদিক থেকে ধীরগতিতে এসে হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় স্কুটার আরোহী।

পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা ঘটনাটি জানিয়ে চিঠি লেখেন সুধা। তাঁর কথায়, ‘চাণক্যপুরীর মতো এলাকা যেখানে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, সেই জায়গায় এক মহিলা সাংসদের উপর এমন হানাকে জঘন্য় বললেও কম বলা হয়। দেশের রাজধানীতে উচ্চ নিরাপত্তা মোতায়েন থাকা এলাকায় যদি কোনও মহিলা নিরাপদে হাঁটতে না পারেন তাহলে আর কোথায় সুরক্ষিতভাবে দৈনন্দিন কাজ করতে পারবেন মহিলারা?” উল্লেখ্য, দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে শাহের মন্ত্রকই।

গোটা ঘটনাটি ঘটে যাওয়ার পর দিল্লি পুলিশের মোবাইল পেট্রলিং ভ্যান দেখতে পেয়ে অভিযোগ করেন সুধা। তবে কংগ্রেস সাংসদের এমন অভিজ্ঞতার পর আবারও প্রশ্ন উঠছে, দেশের রাজধানী কি আদৌ নিরাপদ? যে শহরে নির্ভয়া কাণ্ড ঘটেছিল, সেখানে মহিলাদের নিরাপত্তা কি আজও অনিশ্চিত? হার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাংসদ। সেই একই আতঙ্কে কি ভুগছেন না দিল্লির আমজনতা? 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ