Advertisement
Advertisement
Trump tariffs

ট্রাম্পের শুল্কবাণে চাপে ব্যবসায়ীরা! পাশে দাঁড়াতে বিশেষ প্যাকেজ ঘোষণার পথে কেন্দ্র

শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Government may announce help to exporters hit by Trump tariffs
Published by: Anwesha Adhikary
  • Posted:September 5, 2025 1:38 pm
  • Updated:September 5, 2025 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক চেপেছে। তার জেরেই বিরাট লোকসানের মুখে পড়তে চলেছে ভারতের দেশীয় বাজার। একাধিক পণ্যের বাজারে ক্ষতি হতে চলেছে। এই পরিস্থিতি সামাল দিতে নতুন প্যাকেজের কথা ভাবছে কেন্দ্র। সূত্রের খবর, শুল্কের ধাক্কায় যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের জন্য থাকবে এই প্যাকেজ। কোভিড অতিমারীর সময়েও এইভাবে প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্র।

Advertisement

শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এসসি রালহান বলেন, “বিপুল পরিমাণ এই শুল্ক চাপানোর জেরে তিরুপুর, নয়ডা, সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম, বাংলাদেশের মতো প্রতিযোগিদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়েছে তারা।” তাই বস্ত্রশিল্পী এবং ব্যবসায়ীদের বাঁচাতে নতুন উপায় খুঁজছে কেন্দ্র।

সরকারি আধিকারিক সূত্রে খবর, বস্ত্রের পাশাপাশি চর্মশিল্প, জুতো, রাসায়নিক, কৃষিজাত পণ্যের ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই নতুন প্যাকেজের পরিকল্পনা চলছে। মূলত ছোট ব্যবসায়ীদের জন্য সহজে ঋণ নেওয়ার ব্যবস্থা করা হবে এই প্যাকেজে, যেন তাঁরা ব্যবসা চালিয়ে যেতে পারেন। উল্লেখ্য, কোভিড অতিমারীর সময়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলির জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্র। নতুন জিএসটি কাঠামো ঘোষণার পরে এবার ব্যবসায়ীদের সুরাহা করে দিতে নতুন প্যাকেজ আনতে চাইছে কেন্দ্র।

উল্লেখ্য, শুল্কবাণ ব্যর্থ করতে মূলত বস্ত্র এবং রত্ন রপ্তানির জন্য বিকল্প বাজারের খোঁজ চলছে। নতুন বাজারের সন্ধানে অন্তত ৪০টি দেশে নিজেদের পণ্যের ভাণ্ডার তুলে ধরতে চলেছে বাণিজ্য মন্ত্রক। সেই তালিকায় রয়েছে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশগুলি। এছাড়াও মেক্সিকো, পোল্যান্ড, রাশিয়ার মতো দেশগুলির বাজারকে যথেষ্ট সম্ভাবনাময় বলে মনে করছে ভারত। ভাবনাচিন্তা চলছে বেলজিয়াম, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি নিয়েও। এবার ব্যবসায়ীদের জন্যও চিন্তাভাবনা চলছে কেন্দ্রে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement