ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় চার দশক পর অবসর নিচ্ছে মিগ-২১। শুক্রবার শেষবারের মতো আকাশে ডানা মেলবে সোভিয়েত জমানার যুদ্ধবিমানটি। এবার প্রশ্ন, বায়ুসেনায় এই জায়গা পূরণ করবে কে? বিশ্লেষকদের ধারণা সত্যি করে শূন্যস্থান পূরণে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ফাইটার জেট। আজ, বৃহস্পতিবার হ্যালের (HAL) সঙ্গে ৬২ হাজার ৩৭০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই টাকায় বিমান বাহিনীর জন্য কেনা হবে ৯৭টি তেজস যুদ্ধবিমান। তালিকায় রয়েছে অন্যান্য সমর সরঞ্জামও।
জানা গিয়েছে, প্রস্তাবিত চুক্তির মোট ৯৭ বিমানের মধ্যে ৬৮টি সিঙ্গল সিটার তেজস এমকে-১এ। বাকি ২৯টি ডবল সিটার। দেশে তৈরি তেজস যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এতে রয়েছে অত্যাধুনিক ‘উত্তম’ রাডার (UTTAM AESA) এবং আত্মরক্ষার জন্য ‘স্বয়ং রক্ষা কবচে’র মতো উন্নত সিস্টেম। চুক্তি মাফিক ২০২৭-২৮ থেকে বিমান সরবরাহ শুরু করবে হ্যাল। ছয় বছরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে। বার্ষিক প্রায় ১১,৭৫০ জনের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে।
এই নতুন চুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রে মোদি সরকারের ‘আত্মনির্ভর’ ভারতের পথে বড় পদক্ষেপ। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে, সরকার প্রায় ৪৮ হাজার কোটি টাকা মূল্যের ৮৩টি তেজস বিমানের অর্ডার দিয়েছিল। বায়ুসেনা জানিয়েছে, চিন-পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করতে কমপক্ষে ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন। বর্তমানে বাহিনীর হাতে রয়েছে মাত্র ৩২টি।
বলে রাখা ভালো, এক স্কোয়াড্রন মানে ১৮টি বিমান। ‘বৃদ্ধ’ মিগ অবসর নিলে সেই সংখ্যা আরও কমবে। ফলে, ‘ডবল ফ্রন্ট’ বা চিন-পাকিস্তানের সঙ্গে একযোগে যুদ্ধ বাঁধলে বায়ুসেনার উপর অস্বাভিক চাপ তৈরি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.