সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটরবাইক মৃত্যুদূত! বহু মানুষের কাছে। বিশেষত যাঁরা সড়ক দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়েছেন। এই অবস্থায় মোটরবাইক চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়া বিধি আনত চলেছে কেন্দ্র। নতুন নিয়মে মোটরবাইক কিনলে গ্রাহককে বিনামূল্যে দু’টি হেলমেট দিতে বাধ্য থাকবে প্রস্তুতকারক সংস্থা। এখানেই শেষ নয়, হেলমেটগুলি হতে হবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর গুণমান অনুযায়ী।
সূত্রের খবর, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক সম্প্রতি সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, ১৯৮৯-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার বিষয়ে প্রস্তাব দিয়েছে। সেখানেই বলা হয়েছে, এবার থেকে মোটরবাইক কিনলেই দু’টি করে হেলমেট দিতে হবে মোটরবাইক সংস্থাগুলিকে। বাইকচালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস, ২০২৫ চালু হওয়ার তিন মাসের মধ্যে এই নয়া বিধি চালু করা হবে।
বিশ্লেষকদের দাবি, অধিকাংশ মোটরবাইক দুর্ঘটনার কারণ অনিয়ন্ত্রিত গতি। সেই কথা মাথায় রেখে ৫০ সিসির উপরে যে সব মোটরবাইক এবং স্কুটার আছে অথবা যে মোটরবাইকের সর্বাধিক গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি— এ রকম মোটরবাইকগুলিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। হেলমেট এবং এবিএসের নিয়ম ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেই জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.