Advertisement
Advertisement
Waqf properties

ওয়াকফ সম্পত্তির ওপর নজরদারি কেন্দ্রের! রেজিস্ট্রেশনের জন্য খুলল ‘উমিদ’ পোর্টাল

দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা এ বার থেকে বাধ্যতামূলক।

Government to launch 'Umeed' portal for registration of Waqf properties on June 6
Published by: Subhajit Mandal
  • Posted:June 3, 2025 9:58 pm
  • Updated:June 3, 2025 9:58 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: এতদিন সরকারের কাছে ওয়াকফ সম্পত্তির হিসাব থাকত না। ফলে নজরদারির অভাব থেকে যেত। এই সুযোগে বহু ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে। এবার মুসলিম সম্প্রদায়ের এই দেবত্তর সম্পত্তির ওপর কড়া নজরদারি চালাতে উদ্যোগী হল নরেন্দ্র মোদি সরকার। ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামুলক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সে জন্য ‘উমিদ’ নামে একটি পোর্টালও চালু করতে চলেছে কেন্দ্র।

দেশের সব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন করা এ বার থেকে বাধ্যতামূলক। তার জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। নাম ‘উমিদ’। সূত্রের খবর, ৬ জুন ওই পোর্টালের উদ্বোধন হবে। জানা গিয়েছে, ‘উমিদ’ পোর্টালের মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে। দিতে হবে সম্পত্তির বিবরণ, আয়তন, জিও ট্যাগ-সহ লোকেশন এবং অন্যান্য তথ্য।

প্রযুক্তিগত বা অন্য কোনও কারণে যে সব ওয়াকফ সম্পত্তির নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ৬ মাসের মধ্যে রেজিস্ট্রেশন হবে না, তাদের এক থেকে দুই মাস বাড়তি সময় দেওয়া হতে পারে। তার পরেও যদি রেজিস্ট্রেশন না করা হয়, তাহলে সেই ওয়াকফ সম্পত্তিগুলোকে ‘ডিসপুটেড’ বা বিতর্কিত সম্পত্তি বলে ঘোষণা করে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়া হবে ট্রাইব্যুনালে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ড।

প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে যে সব সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল, তার সমাধানের জন্য ওয়াকফ আইন, ১৯৯৫ সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। এসেছে সংশোধিত ওযাকফ আইন। এ বার ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement