সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল গরমে একটু স্বস্তির খোঁজে কম তাপমাত্রায় এসি চালান? কিংবা রাতে ঘুমনোর আগে এসির তাপমাত্রাটা একটু বাড়িয়ে দেন? আপনার সুখের দিন সম্ভবত শেষ হতে চলেছে। এবার এসি চালানো নিয়েও নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র সরকার। তাতে কত তাপমাত্রায় আমজনতা এসি চালাবে সেটাই বেঁধে দেওয়া হবে। কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের মন্ত্রী মনোহরলাল খাট্টার তেমনটাই ইঙ্গিত দিলেন।
আসলে আমজনতা যথেচ্ছভাবে এসি ব্যবহারের ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে। যা গোটা দেশের জন্য বিদ্যুৎ সংকটের পরিস্থিতি তৈরি করতে পারে। বিদ্যুতের ব্যাপক চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পাওয়ার গ্রিডগুলিকে। তাই গ্রীষ্মের এই দাবদাহের মধ্যেও নাগরিকদের এসি ব্যবহার নিয়ে সতর্ক করছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় শক্তিমন্ত্রকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, মৌখিক সতর্কতায় কাজ না হলে এসি চালানো নিয়ে নির্দেশিকা তৈরি করা হতে পারে।
মনোহরলাল খাট্টার বলছেন, “খুব শীঘ্রই ভারতের মাটিতে প্রথমবারের মতো বাতানুকুল যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রক নির্দেশিকা আসতে চলেছে। তাপমাত্রার সীমা ধরা হয়েছে ২০-২৮ ডিগ্রি সেলসিয়াস। যার অর্থ, এসি আর ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চালানো যাবে না। বা ২৮ ডিগ্রির বেশি তাপমাত্রাতেও চালানো যাবে না।” সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার চাইছিল, এসির তাপমাত্রার সর্বনিম্ন সীমা ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখতে। কিন্তু তাতে আমজনতার সমস্যা হতে পারে ভেবে সর্বনিম্ন সীমা ২০ ডিগ্রি করা হচ্ছে। তবে জনসাধারণকে এসির সর্বনিম্ন তাপমাত্র ২৪ ডিগ্রিতে রাখারই পরামর্শ দেওয়া হচ্ছে।
আসলে তাপমাত্রার ওই সীমার বাইরে গেলেই এসিতে বাড়তি বিদ্যুৎ খরচ হয়। তাতে বিদ্যুৎ সংকট আরও অনেকটা বাড়তে পারে। তাই একপ্রকার বাধ্য হয়ে এই নির্দেশিকা দিতে হচ্ছে সরকারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.