Advertisement
Advertisement
Uber Ola

এবার দ্বিগুণ ভাড়া হাঁকাতে পারবে ওলা-উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থা! নয়া নির্দেশিকা কেন্দ্রের

'রাইড' বাতিলের ক্ষেত্রেও আগের চেয়ে কড়া নিয়ম চালু হচ্ছে।

Govt allows Uber, Ola, Rapido to charge 2x of base fare during peak hours
Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2025 5:29 pm
  • Updated:July 2, 2025 5:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের ব্যস্ত সময়ে চাইলেই দ্বিগুণ ভাড়া হাঁকাতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, অ্যাপ-ক্যাব সংস্থাগুলির রোজগার আগের চেয়ে যেমন বাড়তে চলেছে, তেমনই বাড়তে চলেছে গাড়ির চালকদের রোজগারও। সড়ক পরিবহণ মন্ত্রকের দাবি, নতুন নির্দেশিকা কার্যকর হলে অ্যাপ ক্যাব চালকদের মধ্যে ভাড়া প্রত্যাখ্যান করার প্রবণতা কমবে।

Advertisement

এতদিন ব্যস্ত সময়ে মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করতে পারত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। কিন্তু ১ জুলাই জারি করা যানবাহন সংক্রান্ত নির্দেশিকাতে বলা হয়েছে, ব্যস্ত সময়ে সংস্থাগুলি চাইলে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে। সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রে মূল ভাড়ার ৫০ শতাংশের কমও নেওয়া যাবে না। কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে, তা নির্ধারণ করবে রাজ্য সরকার। আগামী ৩ মাসের মধ্যে সেই ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিতে হবে রাজ্য সরকারগুলিকে তবে সময় বিশেষে ভাড়া বদল করতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। কেন্দ্র বলছে, কোন কোন গাড়িকে অ্যাপ ক্যাব হিসাবে নামানো যাবে, সেটা নির্ধারণ করবে রাজ্য সরকার।

অ্যাপ ক্যাবের ক্ষেত্রে চালকদের আর্থিকভাবে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। সেটাও এবার রুখে দেওয়ার চেষ্টায় কেন্দ্র। নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে ভাড়ার অন্তত ৮০ শতাংশ পাবেন চালকরা। সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চালককে দৈনিক, সাপ্তাহিক কিংবা দু’সপ্তাহ ব্যবধানে পারিশ্রমিক মিটিয়ে দিতে হবে। পারিশ্রমিক বকেয়া রাখা যাবে না। যদি গাড়ি সংস্থার মালিকানাধীন হয়, তাহলে মোট ভাড়ার ৬০ শতাংশ পাবেন চালকরা।

এদিকে ‘রাইড’ বাতিলের ক্ষেত্রেও আগের চেয়ে কড়া নিয়ম চালু হচ্ছে। এখন থেকে কোনও চালক বৈধ কারণ ছাড়া রাইড বাতিল করলে ১০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইদানিং চালকদের বিরুদ্ধে অকারণে রাইড বাতিলের অভিযোগ আকছার শোনা যায়। সেটাই রুখতে চাইছে সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ