সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন ও গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য। গত ২৪ ঘন্টায় রাজ্যের একাধিক জায়গায় ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। আক্রান্ত অসংখ্য মানুষ। রাজ্যের নানান প্রান্তে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হিংসায় মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধী শিবির।
রাজনৈতিক হিংসার পাশাপাশি গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে ত্রিপুরার ধোলাই জেলায়। গত শুক্রবার এই জেলার গন্ডছড়া মহকুমায় দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু হয় এক জনজাতি যুবকের। সেই ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। একাধিক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ ও বিএসএফ। হিংসায় লাগাম টানতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। যদিও তা উপেক্ষা করেই চলছে হামলা। ঘটনায় জেরে এলাকা ছেড়েছেন অসংখ্য মানুষ।
এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে আক্রমণ ও পালটা আক্রমণে রণক্ষেত্র হয়ে ওঠে পশ্চিম ত্রিপুরা জেলা। আগামী ৮ অগাস্ট ত্রিপুরার ৫টি ব্লকে রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেই উপলক্ষে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজনগর ও বিশালগড় এলাকা। দফায় দফায় এলাকাজুড়ে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। এখানেও প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধী শিবির।
উল্লেখ্য, আগামী ৮ আগস্ট ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ জুলাই জারি করা হয়েছিল নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। আগামী ১৮ জুলাই এখানে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তবে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই রাজৈতিক সংঘর্ষে উত্তপ্ত ত্রিপুরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.