Advertisement
Advertisement
GRSE

লাদাখে প্রতিকূল পরিবেশে ২০ দিনে ব্রিজ নির্মাণ, গার্ডেনরিচ শিপবিল্ডার্সের মুকুটে নয়া পালক

দুর্গম পাহাড়ি অঞ্চলে ২৮০ ফুট দীর্ঘ ব্রিজ।

GRSE launches 280 feet Double Lane Modular Steel bridge
Published by: Kishore Ghosh
  • Posted:July 16, 2025 8:55 pm
  • Updated:July 16, 2025 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জিআরএসই) মুকুটে নয়া পালক। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে দুর্গম পাহাড়ি অঞ্চলে ২৮০ দীর্ঘ ব্রিজ তৈরি করল সংস্থাটি। সবচেয়ে বড় কথা, যুদ্ধকালীন তৎপরতায় মাত্র ২০ দিনের মধ্যে জোড়া লেনের মডিউলার সেতুটি তৈরি করা হয়েছে। ১০ জুলাইয়ে নয়া ব্রিজটি খুলে দেওয়া হয়েছে ভারতীয় সেনা ও স্থানীয়দের জন্যে।

Advertisement

কেন্দ্রশাসিত অঞ্চলের ফোব্রং-মারশিমিক-লা হট-স্প্রিং রোডে নতুন ব্রিজটি তৈরি করা হয়েছে। এটাই ভারতে সব থেকে দ্রুত (২০ দিন) নির্মীত মাল্টি-স্প্যান ডাবল লেন মডিউলার ব্রিজ। প্রত্যন্ত এলাকায় প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে নির্মীত। অনেক উচ্চতায় ভয়ংকর ঠান্ডার মধ্যে কাজ করতে হয়েছে নির্মাণকর্মীদের। ফলে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের এই সেতু নির্মাণ একটি বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

জিআরএসই দ্বারা নির্মিত ডাবল-লেন স্টিল সেতুটি আত্মনির্ভর ভারতের অপূর্ব উদাহরণ। এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন কাজের একমাত্র উদাহরণ। বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও)-এর সঙ্গে মৌ স্বাক্ষর করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। যার আওতায় জিআরএসই ইতিমধ্যে সারা ভারতে ৫৬টি সেতু নির্মাণ করেছে। নয়া ব্রিজটি প্রকৃতি নিয়ন্ত্রণ রেখার কাছে হওয়ায় উপকৃত হবে ভারতীয় সেনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement