Advertisement
Advertisement
GST

চলতি মাসেই কার্যকর নতুন হার, জিএসটি এবার শুধু ৫ এবং ১৮ শতাংশ, সিদ্ধান্ত কাউন্সিলের

১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হল।

GST Council approves two-tier tax structure of 5 and 18 percent
Published by: Anwesha Adhikary
  • Posted:September 3, 2025 10:08 pm
  • Updated:September 4, 2025 4:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই জানা গিয়েছিল, বদলাতে চলেছে জিএসটি কাঠামো। সেই সিদ্ধান্তে বুধবার সিলমোহর দিল জিএসটি কাউন্সিল। সূত্রের খবর, এবার থেকে জিএসটিতে কেবল ৫ শতাংশ এবং ১৮ শতাংশের স্ল্যাব থাকবে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হল। তবে বিলাসবহুল পণ্য এবং তামাকজাত পণ্যে ৪০ শতাংশ জিএসটি থাকবে। চলতি মাসের ২২ তারিখ থেকে নতুন কর কাঠামো কার্যকর হবে। অন্তত ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে অনুমান।

Advertisement

স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। দীপাবলিতে দেশের মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার ‘নেক্সট জেনারেশন জিএসটি’। প্রধানমন্ত্রীর কথামতোই উৎসবের মরশুম শুরুর আগেই জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কাউন্সিল। সরকার ১২ শতাংশ কর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।  ১২ শতাংশ করের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে ৫ শতাংশ ও ১৮ শতাংশের শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে। তার জেরেই একাধিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। 

দুধ, পনির, রুটির মতো পণ্যে জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। জিএসটি মকুব করা হয়েছে ব্যক্তিগত স্বাস্থ্য বিমা এবং ব্যক্তিগত জীবন বিমায়। এছাড়াও মাখন, ইনস্ট্যান্ট নুডল, শ্যাম্পু, শেভিং ক্রিম, শুকনো খাবারের মতো একাধিক পণ্যে জিএসটি ১২ থেকে কমিয়ে ৫ শতাংশে নামানো হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধের জিএসটি শূন্যে নামিয়ে আনা হয়েছে। জিএসটি কমেছে চিকিৎসায় ব্যবহৃত বহু পণ্যের। ছোট গাড়ি, বাইক, এসি, টিভির দাম কমবে। মোটর পার্টসও সস্তা হবে। তবে কোল্ডড্রিঙ্কস, পানমশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ির মতো পণ্যে ৪০ শতাংশ জিএসটি বসানো হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, নবরাত্রির প্রথম দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে। 

নতুন জিএসটিকে স্বাগত জানিয়েছেন ইমামি লিমিটেডের ভাইস চেয়ারম্যান হর্ষবর্ধন আগরওয়াল। তাঁর কথায়, “জিএসটি কমাতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে ভারতের শহর এবং গ্রামীণ এলাকায় পণ্যের চাহিদা বাড়বে। কম রেপো রেট, করছাড়ের সঙ্গে জিএসটি কমতেই বৃদ্ধির হার অনেক বেড়ে যাবে। ইমামির তরফ থেকে আমরা চেষ্টা করছি জিএসটির সুবিধা যত দ্রুত সম্ভব ক্রেতাদের কাছে পৌঁছে দিতে।” হর্ষের মতে, সরকারের এই সিদ্ধান্তে দেশের সব প্রান্তেই কেনাকাটার পরিমাণ বাড়বে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ