Advertisement
Advertisement
Gujarat High Court

‘লুকনো রয়েছে আরডিএক্স!’ বোমাতঙ্কে হুলস্থুল গুজরাট হাই কোর্টে, ছুটল পুলিশ ও ডগ স্কোয়াড

গত জুন মাস থেকে চারবার বোমাতঙ্কের হুমকি ইমেল পেল গুজরাট হাই কোর্ট।

Gujarat High Court Receives Bomb Threat

গুজরাট হাই কোর্ট।

Published by: Amit Kumar Das
  • Posted:September 15, 2025 7:58 pm
  • Updated:September 15, 2025 7:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরডিএক্স-এ উড়িয়ে দেওয়া হবে গুজরাট হাই কোর্ট! এমনই হুমকি ইমেলে রীতিমতো আতঙ্ক ছড়াল আদালতে। হুমকি ইমেলের খবর পেয়ে হাই কোর্ট খালি করে তল্লাশি চালাল গুজরাট পুলিশ ও ডগ স্কোয়াড। যদিও তল্লাশিতে কোনও কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে গত জুন মাস থেকে চারবার বোমাতঙ্কের হুমকি ইমেল পেল গুজরাট হাই কোর্ট।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকালে হাই কোর্টের ইমেল আইডিতে একটি ইমেল আসে। যেখানে বলা হয়, আদালতের মধ্যে লুকনো রয়েছে বিপুল পরিমাণ আরডিএক্স। যে কোনও মুহূর্তে তাতে বিস্ফোরণ ঘটবে। ঘটনার জেরে পুলিশে খবর পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে আহমেদাবাদ পুলিশের বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। হাই কোর্ট খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। কোর্ট চত্বরে থাকা গাড়িতেও চলে তল্লাশি। যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পুলিশের দাবি, আদালতের কাজ বন্ধ করার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এই আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ইমেল প্রেরকের কোনও সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গুজরাট হাই কোর্টে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে গত ৯ জুন একইরকম ইমেল করা হয়েছিল। যেখানে জানানো হয় কোর্টের ভেতরে বোমা রাখা রয়েছে। এরপর ২৪ জুন ফের আতঙ্ক ছড়িয়ে ইমেল পাঠানো হয়। সেই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর ২০ আগস্ট ফের বোমাতঙ্ক ছড়ায় হাই কোর্টে। দফায় দফায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। শুধু গুজরাট নয়, এর আগে দিল্লি ও বোম্বে হাই কোর্টেও বোমাতঙ্ক ছড়িয়েছিল দুষ্কৃতীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ