সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা-সহ বেশ কয়েকজন। এবার গুজরাট থেকে গ্রেপ্তার করা হল আরও এক ব্যক্তিকে। ধৃতের নাম সহদেব সিং গোহিল (২৮)। তিনি কচ্ছের বাসিন্দা। বায়ুসেনা এবং বিএসএফের গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
তদন্তকারীদের একটি সূত্রের খবর, ২০২৩ সালে সহদেব অদিতি ভরদ্বাজ নামে এক আইএসআই এজেন্টের সংস্পর্শে আসেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি বিএসএফ এবং বায়ুসেনার অনেক গোপন তথ্য ও ভিডিও অদিতির হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ।
গুজরাটের অ্যান্টি-টেররিজম স্কোয়াডের (এটিএস) আধিকারিক কে সিদ্ধার্থ বলেন, “২০২৫ সালের শুরুতে সহদেব নতুন একটি সিম কেনেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিএসএফ এবং বায়ুসেনার অধীনস্থ বহু জায়গার ছবি এবং ভিডিও অদিতিকে পাঠান।” সহদেবের ফোনের ফরেন্সিক পরীক্ষার পর জানা গিয়েছে, তাঁর সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগ রয়েছে। সম্প্রতি এক অজ্ঞাত পরিচয় যুবক তাঁকে নগদ ৪০ হাজার টাকাও পাঠিয়েছেন বলে খবর। তবে ওই যুবকের ব্যাপারে এখনও কোনও তথ্য তদন্তকারীদের হাতে আসেনি।
এদিকে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়িয়েছে হরিয়ানার নিম্ন আদালত। বুধবারই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, ইউটিউবারের কাছে যে সেনাবাহিনী সম্পর্কে গোপন তথ্য রয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। তবে তদন্তকারীদের অনুমান, জ্যোতির সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার হিসার পুলিশ রিমান্ডের আবেদন জানায়। সেই মতো আরও ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.