সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় তথ্যপ্রযুক্তি সংস্থায় পিওন। মাসে মোটে ১২ হাজার টাকা বেতন পান। ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে মাত্র ১২ টাকা। সেই মানুষটিকে ৩৬ কোটি টাকার নোটিস ধরাল আয়কর দপ্তর। আয়কর সংস্থার এই নোটিস পেয়ে জ্ঞান হারানোর জোগাড় হয়েছে যুবকের।
আয়কর দপ্তরের নোটিসে নাজেহাল অবস্থা হয়েছে জীতেশকুমার মাকওয়ানার। তিনি গুজরাটের সবরকণ্ঠের রতনপুর গ্রামের বাসিন্দা। তাঁকে পাঠানো নোটিসে বলা হয়েছে, সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকা কোথা থেকে এল, কোথায় লেনদেন হয়েছে, তার জবাবদিহি করতে বলা হয়েছে।
এমন ঘটনায় স্বভাবতই রাতের ঘুম উড়ে গিয়েছে জীতেশকুমারের। তিনি বলেন, “৩৬ কোটি টাকার নোটিশ দেখে আমি স্তব্ধ হয়ে যাই। কাগজের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করছিলাম। আমার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১২ টাকা আছে।” দেরি না করে স্থানীয় থানায় যান জীতেশ। এবার শুরু হয় নতুন হয়রানি। জীতেশকুমারের কথায়, “থানায় গেলে তাঁরা সাইবার শাখায় যোগাযোগ করতে বলেন। সাইবার শাখায় গিয়ে বিষয়টি জানালে তাঁরা আয়কর দপ্তরে যেতে বলেন। সেখান থেকে আবার বলা হয় জিএসটি দপ্তরে যোগাযোগ করতে। এইভাবে গোল চক্কর কেটে চলেছি। এখনও পর্নন্ত সমস্যার সমাধান হয়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.