সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় তেল না দিয়ে স্কুলে যাওয়াই কাল। রাগে ছাত্রীর চুল কেটে নিলেন শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল গুজরাটের জামনগরে। অভিযোগ পাওয়ামাত্রই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে খবর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে শিক্ষকের বক্তব্য জানা যায়নি।
জানা গিয়েছে, ঘটনাটি গুজরাটের জামনগরের স্বামীনারায়ণ গুরুকুলের। গত মঙ্গলবার ওই ছাত্রী স্কুলে যায়। কিন্তু সে মাথায় তেল না দিয়েই গিয়েছিল। অভিযোগ, সেই কারণেই চরম হেনস্তার মুখে পড়তে হয় তাকে। ভরা ক্লাসরুমেই নাকি তার চুল কেটে দেয় শিক্ষক। বাড়ি গিয়ে বিষয়টা জানাতেই জেলা শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হন ছাত্রীর অভিভাবকরা। প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান তাঁরা।
প্রসঙ্গত, এই প্রথম নয়। আগেও বিতর্কের মুখে পড়েছিল গুজরাটের এই স্কুল। অভিভাবকরা অভিযোগ করেছিলেন, সামান্য কারণে পড়ুয়াদের উপর নাকি নির্যাতন করা হয়। একটি বই নিতে ভুলে যাওয়ায় ছাত্রীকে ১০০ বার কান ধরে ওঠ-বোস করানোর অভিযোগ উঠেছিল। যার জেরে নাকি স্কুলটা রীতিমতো আতঙ্কের হয়ে উঠেছিল ওই ছাত্রীর কাছে। এদিনের ঘটনা প্রসঙ্গে স্কুলের তরফে জানানো হয়েছে, “আমাদের স্কুলে চুল বড় করা নিষেধ। কেউ করতে অভিভাবকদের সতর্ক করা হয়। কিন্তু যে অভিযোগ পেয়েছি তা কোনওভাবেই কাম্য নয়। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.