Advertisement
Advertisement
Javed Akhtar

‘লজ্জায় মাথা কাটা যাচ্ছে’, তালিবান মন্ত্রীকে অভ্যর্থনায় মোদি সরকারকে তোপ জাভেদ আখতারের

মুসলিম সংগঠন দারুল উলম দেওবন্দকেও বিঁধলেন জাভেদ আখতারের।

Hang my head in shame, says Javed Akhtar on reception given to Taliban
Published by: Amit Kumar Das
  • Posted:October 14, 2025 11:54 am
  • Updated:October 14, 2025 4:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ দিনের সফরে ভারতে এসেছেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর তালিবান মন্ত্রীর প্রথম ভারত সফরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে কোনও ত্রুটি রাখেনি মোদি সরকার। এই ঘটনায় সরব হলেন গীতিকার জাভেদ আখতার। গোটা ঘটনার তীব্র নিন্দা করে জাভেদ লিখলেন, ‘লজ্জায় মাথা কাটা যাচ্ছে।’ পাশাপাশি দেশের মুসলিম সংগঠন দারুল উলম দেওবন্দকেও বিঁধলেন তিনি।

Advertisement

ভারতের মাটিতে তালিবানকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনায় দুঃখ প্রকাশ করে এদিন এক্স হ্যান্ডেলে জাভেদ লেখেন, ‘বিশ্বের সবচেয়ে ভয়ংকর জঙ্গি গোষ্ঠী হল তালিবান। তাদের প্রতিনিধিকে সম্মান ও অভ্যর্থনা জানানো হচ্ছে। যারা সম্মান জানাচ্ছে তাঁরা আবার সমস্তরকম সন্ত্রাসের বিরোধিতা করে। এই ঘটনা দেখে লজ্জায় মাথাকাটা যাচ্ছে আমার।’ পাশাপাশি তালিবান মন্ত্রীর ভারত সফরে উত্তরপ্রদেশের দেওবন্দে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে মুসলিম সংগঠন দারুল উলম দেওবন্দের তরফে। এই ঘটনার তীব্র নিন্দা করে জাভেদ লিখেছেন, ‘লজ্জা হওয়া উচিত দেওবন্দের তাঁরা এহেন ব্যক্তিকে সম্মান প্রদর্শন করেছে। মনে রাখা উচিত এরা সেই লোক যারা নিজের দেশে নারী শিক্ষা পুরোপুরি নিষিদ্ধ করেছে। দেশের ভাই-বোনেরা, দেশে হচ্ছেটা কী?’

শুধু জাভেদ নন, সম্প্রতি তালিবানের ভারত সফরে কেন্দ্রকে দুষেছিলেন মেহবুবা। তিনি বলেন, “আপনারা তো তালিবানকে একসময় সন্ত্রাসী বলতেন। আজ তাঁদের সঙ্গে আলোচনা করছেন, তাহলে নিজের লোকেদের সঙ্গে শত্রুতা কেন করা হচ্ছে? নিজের লোকেদের গলা টিপে ধরা হচ্ছে কেন? দেশের ভিতরে আপনাদের লোকেরা দাঁড়িওয়ালাদের দাঁড়ি কেটে নিচ্ছে। অথচ মাথায় পাগড়ি পরে লম্বা দাঁড়িওয়ালা লোকেরা দেশে আসছেন। তাঁদের সামনে আপনারা হাতজোড় করে দাঁড়াচ্ছেন।”

উল্লেখ্য, ৬ দিনের সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জয়শংকরের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে আমির বলেন, তাঁর সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাঁর কথায়, ”উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।” সেই সঙ্গেই নিরাপত্তা বিষয়েও মুখ খোলেন তিনি। বলেন, ”নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। উভয়পক্ষই এই বিষয়ে যোগাযোগ রাখবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ