সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় পুলিশ অফিসার সন্দীপ কুমারের আত্মহত্যার ঘটনায় এবার নতুন মোড়। এই ঘটনায় রোহতক সদর থানায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে দিনকয়েক আগে আত্মঘাতী আইপিএস অফিসার ওয়াই পুরন কুমারের স্ত্রী পি অবনীত কৌরের নাম। পুরনের মৃত্যুর পর পুলিশ কোনও এফআইআর করেনি। কিন্তু পুরন কুমারের স্ত্রী অবনীত আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি লেখেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিকে।
জানা গিয়েছে, নতুন এফআইআর-এ অবনীতের পাশপাশি নাম রয়েছে পুরন কুমারের রক্ষী সুশীল, ভাটিন্ডা গ্রামীণ বিধানসভার বিধায়ক অমিত রত্ন এবং আরও একজনের। তদন্ত চলায় এই এফআইআর-এ কী অভিযোগ করা হয়েছে তা জানাতে অস্বীকার করেছেন আধিকারিকরা। কিন্তু এই এফআইআর সম্পূর্ণ ঘটনার মোড় ঘুরিয়ে দেবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। কে এই এফআইআর দায়ের করেছেন, সেই তথ্যও গোপন রাখা হয়েছে।
হরিয়ানায় আত্মঘাতী শীর্ষ পুলিশকর্তা পুরন কুমারের সুইসাইড নোট ঘিরে আগেই বিতর্ক বেড়েছে। ইতিমধ্যেই বরখাস্ত হয়েছেন রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়া। এরপরেই হরিয়ানায় ফের আত্মঘাতী হন আরেক পুলিশ আধিকারিক। মৃত পুলিশকর্মীর নাম সন্দীপ রাথার। তিনি রোহতকের সাইবার সেলে কর্মরত ছিলেন। নিজের সুইসাইড নোটে ওই অফিসার দায়ী করেন পুরন কুমারকেই। এই ঘটনা পুরনের আত্মহত্যার ঘটনায় নয়া মোড় এনে দেয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পুরন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি এবং বর্ণবৈষম্যের অভিযোগ এনেছিলেন। ১৪ অক্টোবর, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তকারী এএসআই সন্দীপ কুমার আত্মহত্যা করেন। জানা যায়, একটি চিরকুট এবং একটি ভিডিও রেখে যান তিনি। সেখানে কুমার এবং তার পরিবারের বিরুদ্ধে ঘুষ, তোলাবাজি এবং মহিলা অফিসারদের যৌন হয়রানির অভিযোগ করা হয়। আইপিএস অফিসার ওয়াই পুরন কুমারের আত্মহত্যার মাধ্যমে যে ঘটনা সামনে আসতে শুরু করে তাতে আগেই নতুন মোড় দিয়েছিল এএসআই সন্দীপ কুমারের আত্মহত্যা। এবার, পুরনের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর আরও বিপাকে ফেলছে মৃত আইপিএসের পরিবারকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.