ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা আইপিএস অফিসারের কাজে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিরুদ্ধে। বিতর্ক মেটাতে অবশেষে মুখ খুললেন তিনি। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওয় দেখা গিয়েছে, এক মহিলা আইপিএস অফিসারের কাজে হস্তক্ষেপ করছেন অজিত। এবার বিতর্কে জল ঢালতে নিজেই ময়দানে নামলেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এনসিপি নেতা জানিয়েছেন, ‘দেশের পুলিশ বাহিনী ও পুলিশ আধিকারিকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। বিশেষ করে যে সব মহিলা অফিসাররা সাহস ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তাঁদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমি সর্বোপরি আইনের শাসনকে মূল্য দিই। স্বচ্ছ শাসনব্যবস্থার প্রতি আমি অটলভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিশ্চিত করছি যে বালি চুরি-সহ প্রতিটি বেআইনি কার্যকলাপকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, দু’দিন আগেই রাস্তা নির্মাণের সামগ্রী পাচার হয়ে যাচ্ছে খবর পেয়ে মহারাষ্ট্রের সোলাপুরের কুরদু গ্রামে পৌঁছন আইপিএস অফিসার অঞ্জনা কৃষ্ণা। পুলিশকর্মীদের সঙ্গে গ্রামবাসীদের বাদানুবাদে অশান্তি সৃষ্টি হয়। স্থানীয় এনসিপি কর্মী অজিত পাওয়ারের সঙ্গে ওই মহিলা আইপিএস আধিকারিকের ফোনে কথা বলিয়ে দেন। অভিযোগ উঠছে, পুলিশের কাজে হস্তক্ষেপ করেছেন অজিত পওয়ার। সেই ভিডিও ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।
सोलापूर जिल्ह्यातील पोलीस अधिकाऱ्यांसोबतच्या संवादाच्या संदर्भात काही व्हिडिओ समाजमाध्यमांवर प्रसारित होत आहेत. मी स्पष्टपणे सांगू इच्छितो की, माझा उद्देश कायद्याच्या अंमलबजावणीमध्ये हस्तक्षेप करण्याचा नव्हता, तर त्या ठिकाणी परिस्थिती शांत रहावी आणि ती अधिक बिघडू नये याची काळजी…
— Ajit Pawar (@AjitPawarSpeaks)
শুক্রবার এক্স হ্যান্ডেলে সেই নিয়েও মুখ খুলেছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। ভাইরাল ভিডিও নিয়ে অজিত পওয়ারের সাফাই, ‘আমার নজরে এসেছে কিছু ভিডিও, যেখানে সোলাপুরে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আমার কথোপকথনের দৃশ্য ঘুরে বেড়াচ্ছে। স্পষ্ট করে বলতে চাই, মোটেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে হস্তক্ষেপ করার জন্য নয়, বরং পরিস্থিতি শান্ত রাখা এবং যাতে কোনওভাবেই উত্তেজনা না বাড়ে তা নিশ্চিত করাটাই একমাত্র উদ্দেশ্য ছিল।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.