Advertisement
Advertisement

মহিলা পকেটমারের কাছ থেকে ঘুষ নিচ্ছে কনস্টেবল, ধরা পড়ল সিসিটিভিতে

মেট্রোর মধ্যে তোলা এক মহিলার সেলফি থেকে ওই পকেটমার দলটিকে গ্রেফতার করে পুলিশ।

Head constable caught on camera to ‘helping’ thieves 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 5:14 pm
  • Updated:December 28, 2016 5:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৌরি বাজার মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে হঠাৎই যে দৃশ্য ধরা পড়ল তা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। দিল্লির এক মহিলা পকেটমার কোনও একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছেন দিল্লি পুলিশের হেড কনস্টেবলের পকেটে। ভাল করে ঠাওর করলেই বেশ বোঝা যায় তিনি ঘুষ নিচ্ছেন। তাই বুঝতে আর বাকি থাকল না যে পকেটমারদের পকেটমারিতে সাহায্য করছেন ওই কনস্টেবল। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত ওই কনস্টেবলকে এবং তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘রক্ষকই ভক্ষক’। একথা বোধহয় যুগে যুগে সত্যি তারই এও এক প্রমাণ।

Advertisement

পরে অবশ্য এক মার্কিনি মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই পকেটমারের দলটিকেও। ওই আমেরিকান মহিলার অভিযোগ, গুরগাঁও মেট্রো স্টেশনে তার পকেট থেকে গয়না ছিনতাই করে ওই দলটি। এক্ষেত্রেও সহায় সেলফি। মেট্রোর মধ্যে তোলা এক মহিলার সেলফি থেকে ওই পকেটমার দলটিকে গ্রেফতার করে পুলিশ।  সেলফিতে দেখা যায় পকেটমারের গ্যাংয়ের প্রধান ওই মহিলা মেট্রোর মধ্যে দাঁড়িয়ে আছে। আর তাকে ঘিরে রয়েছে তা দলের আরও দুই মহিলা। পরে অবশ্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় ওই পকেটমার দলে মোট ৬ জন রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস