প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের এক সরকারি স্কুলে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তায় অভিযুক্ত প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। গত ২৬ জুন এই ঘটনা ঘটলেও ১১ আগস্ট ওই নাবালিকা অভিযোগ করেন বলে দাবি।
ঠিক কী অভিযোগ? নির্যাতিতার দাবি, ঘটনার দিন ক্লাসে সকলের সামনে প্রধান শিক্ষক তাঁকে ‘সেরা পড়ুয়া’ বলে উল্লেখ করেন। প্রশংসার পাশাপাশি তিনি বলেন, ”যখন কোনও শিক্ষক অবসাদে ভোগেন, তখন প্রিয় পড়ুয়াকে জড়িয়ে ধরলে তাঁর মন ভালো হয়ে যায়।” এরপর সেদিন বিকেল চারটে নাগাদ ছুটি হয়ে যাওয়ার পর স্টোররুমে বান্ধবীর সঙ্গে গিয়েছিল নির্যাতিতা। সেই সময়ই হেডস্যার তার বান্ধবীকে বাইরে যেতে বলেন বলে দাবি। অভিযোগ, এরপরই তিনি ওই ছাত্রীকে জড়িয়ে ধরেন। সে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষক তাকে খুনের হুমকিও দেন।
নির্যাতিতা জানিয়েছে, ঘটনার পর আতঙ্কিত হয়ে সে মুখ খুলতে পারেনি। সপ্তাহ দুয়েক কাটার পর মনে জোর এনে সে পরিবারকে পুরো বিষয়টি জানায়। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁর মা-বাবা। পুলিশ অভিযোগ দায়ের করে মামলা রুজু করেছে। জেলার শিক্ষা দপ্তরকেও পুরো অভিযোগের বিষয়টি জানানো হয়েছে ইতিমধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.