Advertisement
Advertisement
Parliamentary Committee

অনুপ্রবেশ প্রশ্নে উত্তপ্ত সংসদীয় কমিটির বৈঠক

কেন্দ্রীয় সরকার পক্ষের সঙ্গে সংঘাত তৃণমূলের।

Heated parliamentary committee meeting on infiltration issue
Published by: Biswadip Dey
  • Posted:June 27, 2025 2:14 pm
  • Updated:June 27, 2025 2:14 pm  

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: অনুপ্রবেশ নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে কেন্দ্রীয় সরকার পক্ষের সঙ্গে সংঘাত তৃণমূলের। সূত্রের খবর, বৃহস্পতিবার তথ্য-প্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের আলোচ্যসূচি অনুয়ায়ী কৃত্রিম মেধা (এআই) ব্যবহার নিয়ে আলোচনার সময়ে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে তা ব্যবহার করা সম্ভব কি না প্রশ্ন ওঠে।

তাতে এক বিজেপি সাংসদ দাবি করেন, ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত থেকে অনুপ্রবেশ হচ্ছে। তখনই কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তার প্রতিবাদ করে বলেন, সীমান্ত প্রহরার দায়িত্ব কেন্দ্র সরকারের এবং তার সঙ্গে বাংলার সরকারের সম্পর্ক নেই।

এ প্রসঙ্গে বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রথম সারির আধিকারিক অভিযোগ করেন, বাংলায় সীমান্তে বেড়া দেওয়ার জন্য সরকার জমি দিচ্ছে। এর পাল্টা সাকেত বলেন, কেন্দ্র বিভ্রান্ত করছে। প্রয়োজনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি কমিটির কাছে জমা দিতে পারেন। অবস্থা সামাল দিতে এক বিজেপি সাংসদ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে যা বলেছেন আধিকারিক তাই বলছেন। সাকেত প্রশ্ন করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনেক কিছু বলেন, সব কিছুই কি আধিকারিকরা এখানে বলবেন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement