Advertisement
Advertisement
Delhi Weather

ভারী বৃষ্টির সতর্কতা গোটা উত্তর ভারতে, দিল্লি বিমানবন্দরে ব্যাহত পরিষেবা

প্রবল বৃষ্টিপাতে ভাসছে রাজধানী-সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা।

Heavy rain in Delhi Multiple flights delayed
Published by: Monishankar Choudhury
  • Posted:August 12, 2025 1:14 pm
  • Updated:August 12, 2025 1:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিপাত দিল্লিতে। ভাসছে সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। লাগাতার বর্ষণে ব্যাহত রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা। শুধুমাত্র দিল্লিই নয়, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেও জারি হয়েছে সতর্কতা। উত্তর ভারতের কিলং, স্পিতি ভ্যালি, কাজা, কলপা, সাংলা, কসৌলি ছাড়াও আরও বেশ কিছু জায়গায় বজ্রপাত-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। জারি হয়েছে কমলা সতর্কতা।

Advertisement

গত সপ্তাহেই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়ে উত্তরকাশী। হড়পা বানে ভেসে যায় সাইনজি গ্রাম।বেশ কিছু হতাহতের পাশাপাশি খবর মিলেছিল নিখোঁজ হয়েছেন ২৮ জন পর্যটক। সেই দুর্ভোগ কাটিয়ে ওঠার আগেই ফের দূর্যোগের চোখরাঙানি। মঙ্গলবার ভোর থেকে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ-সহ রাজধানী সংলগ্ন শহরতলিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে ভাসছে রাজধানীর মিন্টো ব্রিজ, বিজয় চক, রফি মার্গ, মতি বাগ ফ্লাইওভার, নিজামউদ্দিন ফ্লাইওভার এলাকা। এই বৃষ্টির জেরেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষেবা ব্যহত হয়েছে। ৫০টি বিমান ছাড়ার সময় পিছনো হয়েছে, পাশাপাশি মঙ্গলবার সকাল পর্যন্ত বাতিল হয়েছে ৫টি বিমান বলে সূত্রের খবর। আপাতত বৃষ্টির তেজ কিছুটা কমলেও সারাদিনই ইলশেগুঁড়ি বৃষ্টিতে ভিজবে রাজধানী। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।হিমাচল প্রদেশে প্রতি ঘন্টায় ৫ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরাখণ্ডে প্রতি ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে তবে মাঝেমধ্যেই বজ্রপাতের পাশাপাশি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং ঝোড়ো হাওয়াও বইতে পারে।

গোটা উত্তর ভারতের আবহাওয়া নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রাজধানী এবং সংলগ্ন নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদের পাশাপাশি কমলা সতর্কতা রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের একাংশে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চণ্ডীগড়,পঞ্জাব এমনকি জম্মুতেও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ