Advertisement
Advertisement
Karnataka

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কর্নাটক, বাড়ি ধসে মৃত্যু ৩ বছরের শিশু-সহ দু’জনের

গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে।

Heavy rain triggers landslide in Karnataka child, woman dead

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 30, 2025 6:52 pm
  • Updated:May 30, 2025 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি। চাপা পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশু-সহ দু’জনের। শুক্রবার সকালে কর্নাটকের মাঙ্গালুরুতে এমন ঘটনা ঘটেছে। কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। ভারী বৃষ্টির জেরে কাঁথাপ্পা পূজারি নামে এক বাসিন্দার বাড়িতে পার্শ্ববর্তী পাহাড়ের একটি পাথর এসে পড়ে শুক্রবার সকালে। সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় কাঁথাপ্পার স্ত্রী প্রেমার।

কাঁথাপ্পার পরিবারের আরেক সদস্য অশ্বিনী এবং তাঁর সন্তান আরুশকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে মাটি চাপা পড়ে মৃত্যু হয় তাঁর বড় ছেলে তিন বছরের আরিয়ানের। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ পৌঁছয় এলাকায়। প্রথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছয় NDRF ও SDRF-এর সদস্যরা। কাঁথাপ্পা-সহ  তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। 

এই ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মন্ত্রী দীনেশ গুন্দুরাও ও জেলাশাসককে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন। ঘটনাস্থলে গিয়ে যাবতীয় বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয় তাঁদের। পাশাপাশি ঘটনাস্থল থেকে ফিরে এবিষয়ে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে।  দু’দিন আগেই ভারী বৃষ্টিতে মাঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়ার ভেঙে ১০ বছরের এক বালিকার মৃত্যু হয়। জানা গিয়েছে, বাড়ির ভিতরে খেলা করছিল ওই বালিকা। এমন সময় প্রবল বৃষ্টির জেরে হঠাৎ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় তার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement