সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন আগেই হয়েছে পুলওয়ামার জঙ্গি হামলার বছরপূর্তি। দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ। নেতা-মন্ত্রীরাও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বড় বড় ভাষণ দিয়েছেন শহিদদের স্মৃতিতে। যেকোনও প্রয়োজনে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর গালভরা প্রতিশ্রুতি দিয়েছেন। পুড়েছে অনেক মোমবাতিও। এর মাঝেই চাঞ্চল্যকর একটি খবর নাড়িয়ে দিয়েছে মানুষের মন। ওই জঙ্গি হামলায় শহিদ হওয়া এক সিআরপিএফ (CRPF) জওয়ানের স্ত্রী রাস্তায় বসে সবজি বিক্রি করছেন শুনে চমকে উঠেছেন সবাই। দেশের নিরাপত্তার জন্য প্রাণ দেওয়া জওয়ানদের পরিবারের প্রতি কারও কোনও নজর নেই বলেও অভিযোগ উঠছে।
. शहीद देश की धरोहर होते हैं। कृपया इनकी हर सम्भव मदद करते हुए ज़रूरी सभी सरकारी योजनाओं का लाभ जल्द से जल्द पहुँचाते हुए सूचित करें।
Advertisementध्यान आकृष्ट कराने के लिए बहुत बहुत धन्यवाद प्रशांत भाई। सरकार की तरफ़ से इन्हें हर सम्भव मदद की जाएगी।
— Hemant Soren (@HemantSorenJMM)
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তীপোরায় হওয়া জঙ্গি হামলার এক বছর পূরণ হয়। দেশজুড়ে চোখের জলে সাধারণ মানুষ এই দিনটিকে স্মরণ করছিলেন। ঠিক সেই সময়ে টুইটারে এক জওয়ানের স্ত্রীর সবজি বিক্রির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সাহায্য করার আরজি জানান ঝাড়খণ্ডের এক ব্যক্তি। তাঁর টুইট পেয়েই সঙ্গে সঙ্গে ওই জওয়ানের স্ত্রী যেখানে থাকেন সেই গুমলা জেলার সিমদেগার ডেপুটি কমিশনারকে এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন। সবরকম সরকারি সুবিধা যাতে ওই পরিবারটি পায় তাঁর ব্যবস্থা করার নির্দেশ দেন। পাশাপাশি যে ব্যক্তি তাঁকে টুইট করে এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন তাঁকেও ধন্যবাদ জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গি হামলার দুদিন বাদে গুমলা জেলার বাড়িতে ফিরছিল ওই শহিদ জওয়ান বিজয় সোরেনের দেহ। এরপরই তাঁর স্ত্রীকে ফোন করে আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি সবরকম সহযোগিতার আশ্বাস দেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। কিন্ত, আশ্বাস দেওয়ার পরেও বিজেপি শাসিত তৎকালীন ঝাড়খণ্ড সরকারের তরফে কোনও রকম সাহায্য করা হয়নি বলে অভিযোগ পরিবারের। এর ফলে বাধ্য হয়ে স্থানীয় বাজারে সবজি বিক্রি করতে শুরু করেন বিজয়ের স্ত্রী। সংসার চালানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.