সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ছয়টি আসনে প্রার্থী দেবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ‘ইন্ডিয়া’জোটের সঙ্গে থাকছে না হেমন্ত সোরেনের দল। সূত্রের খবর আসনরফা চূড়ান্ত না-হওয়ায় একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে জেএমএম। তথাপি শনিবারের ঘোষণায়, ঝাড়খণ্ডের শাসকদলের তরফে জানানো হয়েছে যে কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোটের বিষয়টি নির্বাচনের পর বিবেচনা করা হবে।
শনিবার একটি দলীয় সভায় জেএমএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য জানান, বিহারে ভোট একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল। ছয়টি আসনে… যথাক্রমে চাকাই, ধামানদাহ, কাটোরিয়া (এসটি), মণিহারি (এসটি), জামুই এবং পিরপাইনটি (এসসি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলীয় প্রার্থীরা। উল্লেখ্য, এই আসনগুলিতে ভোট হবে দ্বিতীয় দফায় ১১ নভেম্বর। সভায় নেতা-কর্মীদের সামনে সুপ্রিয় স্পষ্ট করেন, দাবি অনুযায়ী জেএমএমকে জোট আসন দেইনি বলেই ‘একলা চলো’ নীতি। বারোটি আসনে টিকিট চেয়েছিল তারা।
একদিকে যখন শাসক শিবির (বিজেপি এবং জেডিইউ) প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তখনও আসনরফা নিয়ে টানাপড়েনে ভুগছে। মূলত কংগ্রেস এবং আরজেডির মধ্যে দড়ি টানাটানি চলছে। এই অবস্থায় আলাদা করে প্রার্থী দিল তাদের অন্যতম সঙ্গী জেএমএম। শাসক শিবির কি এর সুবিধা নিতে পারবে? উত্তর দেবে সময় প্রসঙ্গত, বিহারের দুই দফায় ২৪৩টি বিধানসভা আসনে ভোট হবে। প্রথম দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৬ নভেম্বর। দ্বিতীয় দফায় ১১ নভেম্বর মোট ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা ১৪ নভেম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.