সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পালটা ‘অপারেশন সিঁদুর’। অভিযানের পর সেনার তরফে প্রকাশ করা হয়েছে একটি ছবি। লেখা, ‘Operation Sindoor’। সেনা সূত্রের খবর, প্রত্যাঘাতের এই নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু জানেন ঠিক কেন এমন নাম?
Justice is Served.
Jai Hind!
— ADG PI – INDIAN ARMY (@adgpi)
গত ২২ এপ্রিল রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। দুপুরে পরিবারের সঙ্গে পহেলগাঁওয়ের ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরনে গিয়েছিলেন পর্যটকরা। আচমকা জঙ্গিহানায় প্রাণ যায় ২৬ জনের। এরপরই উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ধর্ম জেনে জেনে গুলি চালিয়েছে জঙ্গিরা। কারও হাতে থাকা লাল সুতো, কারও স্ত্রীর কপালের সিঁদুর দেখে স্বামীকে ঝাঁজরা করে জঙ্গিরা। হামলার পরই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক যুগলের ছবি। দেখা গিয়েছে, সবুজ মাঠের মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে এক যুবক, পাশে বলে এক তরুণী। তারপরই জানা গিয়েছিল, বিয়ের কয়েকদিনের মাথায় হানিমুনে গিয়েছিলেন ওই যুগল। জঙ্গিদের হাত থেকে রেহাই পাননি তাঁরাও। কয়েক মিনিটের অপারেশনে মুছে গিয়েছিল ২৫ জনের (মৃতদের মধ্যে একজন ছিলেন কাশ্মীরি মুসলিম যুবক ) সিঁথির সিঁদুর। তারই পালটা এই অপারেশন। জানা যাচ্ছে, নিহতদের স্ত্রীদের সিঁদুরের বদলা, মৃতদের বিধবা স্ত্রীদের কথা মাথায় রেখেই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’। সেই কারণেই সেনার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ‘Operation Sindoor’-এর একটি ‘O’-হিসেবে ব্যবহার করা হয়েছে সিঁদুর।
প্রসঙ্গত,মঙ্গলবার মধ্যরাতে পাক জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। প্রত্যাঘাতের পরই এক্স হ্যান্ডেলে সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, খতম ৮০ জঙ্গি। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে। যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.