Advertisement
Advertisement
High Court

‘স্ত্রীর রান্না খারাপ বলা, পোশাক নিয়ে প্রশ্ন তোলা নিষ্ঠুরতা নয়’, মন্তব্য হাই কোর্টের

দায়ের হওয়া মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে।

High Court rules remarks on wife's clothes, cooking not grave cruelty or harassment
Published by: Biswadip Dey
  • Posted:August 9, 2025 1:59 pm
  • Updated:August 9, 2025 1:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর পোশাক পরা কিংবা রান্না নিয়ে কোনও কটু মন্তব্য করলে তা নিষ্ঠুরতা কিংবা নির্যাতন হিসেবে ধরা যাবে না। একটি মামলায় এমনই মন্তব্য বম্বে হাই কোর্টের। এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার শুনানির পর তা খারিজ করে দেয় উচ্চ আদালত।

Advertisement

বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি ও সঞ্জয় এ দেশমুখের বেঞ্চের তরফে জানানো হয়েছে, ”স্ত্রীর পোশাক যথাযথ নয় কিংবা ঠিকঠাক রান্না করতে পারছেন না, এমন কটু মন্তব্য করতে তা নিষ্ঠুরতা কিংবা নির্যাতন হিসেবে ধরা যায় না। যখন সম্পর্ক তিতকুটে হয়ে যায়, তখনই দেখা যায় বাড়িয়ে বলা হচ্ছে।” সেই সঙ্গেই জানানো হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ-র অধীনে বর্ণিত নিষ্ঠুরতার ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন অভিযোগ এনে কোনও ব্যক্তি ও তাঁর পরিবারকে বিচারের মুখোমুখি করা হলে তা আইনি প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে ধরতে হবে।

২০২২ সালের মার্চে বিয়ে হয়েছিল ওই ব্যক্তির। তাঁর স্ত্রীর অভিযোগ, বিয়ের দেড় মাস পরেও তাঁর সঙ্গে সঠিক আচরণ করা হয়নি। সেই সঙ্গে তাঁর আরও দাবি, স্বামীর শারীরিক ও মানসিক অসুস্থতার কথা তাঁকে বিয়ের আগে জানায়নি শ্বশুরবাড়ির পরিবার।

আদালত শুনানির পর জানিয়েছে, অভিযোগের সাপেক্ষে যে দাবি করা হয়েছে তাতে পরস্পর বিরোধিতা হয়েছে। বিয়ের আগে দু’জনের যে কথোপকথনের স্ক্রিনশট দেওয়া হয়েছে চার্জশিটে সেখানে ওই ব্যক্তিকে হবু স্ত্রীকে মানসিক সমস্যার ট্যাবলেটের কথা উল্লেখ করতে দেখা গিয়েছে। মামলায় স্বামীর থেকে দিওয়ালির আগে দাবি করা ১৫ লক্ষ টাকা ও একটি ফ্ল্যাট প্রসঙ্গে আদালত এই দাবির সারবত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। জানিয়েছে, ওই ব্যক্তির ইতিমধ্যেই একটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ শ্বশুরবাড়ির বাকিদের সম্পর্কে যে অভিযোগ এনেছেন ওই মহিলা তাতে নির্দিষ্ট কোনও বিষয়ে বিস্তারিত বিবরণ নেই। চার্জশিটে প্রমাণ হিসেবে ওই মহিলার বিবৃতি ছাড়া আর কোনও কিছুরই উল্লেখ নেই বলেও জানিয়েছে আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ