Advertisement
Advertisement
Haryana assembly Elections

হরিয়ানার ৯০ আসনে শুরু ভোটগ্রহণ, ‘রেকর্ড হারে ভোট দিন’, আর্জি প্রধানমন্ত্রীর

হরিয়ানায় মূল লড়াই ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেসের। ভাগ্য পরীক্ষা ভিনেশ ফোগাট-সহ একাধিক হেভিওয়েটের।

High-stakes BJP vs Congress contest in Haryana assembly Elections
Published by: Subhajit Mandal
  • Posted:October 5, 2024 8:53 am
  • Updated:October 5, 2024 8:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের পর প্রথম দুই রাজ্যের নির্বাচন। কাশ্মীরের ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শনিবার এক দফায় ভোটগ্রহণ হরিয়ানায়। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় আজ একদফাতেই নির্বাচন।

Advertisement

হরিয়ানায় মূল লড়াই ক্ষমতাসীন বিজেপি এবং কংগ্রেসের। এর বাইরে লড়াইয়ে রয়েছে দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি, চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টির জোট, অভয় চৌটালার আইএনএলডি এবং বিএসপির জোট ও আম আদমি পার্টি। একটা সময় হরিয়ানায় আঞ্চলিক দলগুলি ব্যাপক প্রভাবশালী ছিল। ২০১৪ সালে সেরাজ্যে বিজেপির আগমনের পর ক্রমশ ক্ষয়িষ্ণু আঞ্চলিক দলগুলি। পর্যবেক্ষকরা মনে করছেন, মোট পাঁচ পক্ষ লড়াইয়ে থাকলেও এবারের মূল লড়াই কংগ্রেস এবং বিজেপির। ১০ বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখে পড়ে বিজেপি এবার হরিয়ানার ভোটের আগে কিছুটা চাপে। অন্যদিকে কংগ্রেস চাপে দলের গোষ্ঠীকোন্দলের জেরে।

এদিন সকালে ভোটগ্রহণ শুরু হতেই ভোটকেন্দ্রগুলিতে লম্বা লাইন চোখে পড়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে আমজনতাকে রেকর্ড হারে ভোটদানে উৎসাহ দিয়েছেন। প্রধানমন্ত্রীর আর্জি, “আমি হরিয়ানার ভোটারদের কাছে আবেদন করব রেকর্ড হারে গণতন্ত্রের উৎসবে শামিল হন। আমার তরুণ বন্ধুদের যারা প্রথমবার ভোট দেবেন তাঁদের জন্য আমার বিশেষ শুভেচ্ছা।”

সব মিলিয়ে ৯০ আসনে হাজারের বেশি প্রার্থী রয়েছেন। লড়ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানি, রাজ্যের বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, কংগ্রেসের তরফে হেভিওয়েটদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুডা, উদায় ভান। কুস্তিগির ভিনেশ ফোগাট এবার কুস্তি ছেড়ে নির্বাচনী দঙ্গলে। জুলানা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। হরিয়ানায় একগুচ্ছ অ্যাথলিট এদিন ভোট দেবেন। এদের মধ্যে রয়েছেন নীরজ চোপড়াও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement