Advertisement
Advertisement
Himachal Pradesh

হিমাচলে বচসার জেরে মাকে খুন ছেলের! বৃষ্টির রাতে দেহ মাঠে ফেলে দিল অভিযুক্ত

ভারী বস্তুর আঘাতে এবং শ্বাসরোধ করে খুনের অভিযোগ।

Himachal Man Argues With Mother, Strangles Her To Death, Buries Body In Field
Published by: Biswadip Dey
  • Posted:August 19, 2025 2:08 pm
  • Updated:August 19, 2025 2:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা’কে খুন করে দেহ মাঠে ফেলে দিল ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সারাহান গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই মহিলার নাম জয়ামন্তী দেবী। দুই মাস আগে তাঁর স্বামী লাচ্চি কুমার মারা যান। শনিবার রাতে ছেলে পুষ্প কুমারের হাতে খুন হন ৫১ বছর বয়সি ওই প্রৌঢ়া। অভিযুক্ত যুবক নিজেই মায়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানান স্থানীয় থানায়। জয়ামন্তী দেবীর মেয়ে এবং প্রতিবেশীরা পুলিশকে জানান, খুনের নেপথ্যে পুষ্প কুমারের যোগ থাকতে পারে। কারণ তিনি প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করতেন। এরপরই পুষ্প কুমারকে আটক করে পুলিশ। এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছিল।

জিজ্ঞাসাবাদের সময় পুষ্প কুমার স্বীকার করেন, মা’কে খুন করেছেন। শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় বাড়ির কোনও সমস্যা নিয়ে মায়ের সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি হয়। মেজাজ হারিয়ে তিনি ভোঁতা অস্ত্র দিয়ে মাকে আঘাত করেন। এরপর শ্বাসরোধ করে মায়ের মৃত্যু নিশ্চিত করেন। রাতের অন্ধকার এবং বৃষ্টির সুযোগ নিয়ে মৃতদেহ ১০০ মিটার দূরে মাঠে ফেলে আসেন অভিযুক্ত। মা’কে খুন করার অভিযোগে পুষ্প কুমারকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজগড় পুলিশের ডেপুটি সুপার ভি সি নেগি জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় জয়ামন্তী দেবীর মাটিচাপা দেওয়া ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ