সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যন্ত হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৫। নিখোঁজ বহু। গত ২০ জুন থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের পাহাড়ি এই রাজ্যে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও দফায় দফায় বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে।
গত কয়েকদিন টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাণ্ডি জেলা। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। চলবে বৃষ্টিপাতও। ফলে আগামীদিনে হিমাচল প্রদেশে বিপদ আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি এই রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে হিমাচলের বহু রাস্তাঘাট। ফলে আটকে পড়েছেন বহু পর্যটক। প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে ৩০০-রও বেশি গবাদি পশু। ভেঙেছে বহু বাড়িঘর। অকেজ হয়ে গিয়েছে রাজ্যের ৫০০-রও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার। এখনও পর্যন্ত অন্তত পাঁচশো জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর, মাণ্ডি ছাড়াও ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল চাম্বা, কিন্নাউর, বিলাসপুর, হামুরপুর, সোলান এবং ঊনা।
প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বিপাশা। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুরও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তার মধ্যেই আগামী কয়েকদিন পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.