Advertisement
Advertisement
Himachal Pradesh

ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৭৫, জারি লাল সতর্কতা

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

Himachal Pradesh Rains: Death toll surges to 75, IMD issues red alert amid large-scale destruction
Published by: Subhodeep Mullick
  • Posted:July 5, 2025 6:52 pm
  • Updated:July 5, 2025 6:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারী বৃষ্টি, ভূমিধস এবং হড়পা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫। গত ২০ জুন থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের পাহাড়ি এই রাজ্যে। গত কয়েকদিন টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাণ্ডি জেলা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পাহাড়ি এই রাজ্যে এখনও পর্যন্ত অন্তত ৫৪১ কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

প্রবল বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বিপাশা। মান্ডির পাশাপাশি খারাপ পরিস্থিতি সিমলা এবং কুল্লুরও। কুল্লুতে জাতীয় সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। কিন্তু টানা বৃষ্টিতে সেই উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তার মধ্যেই আগামী কয়েকদিন পাহাড়ি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

জানা গিয়েছে, মেঘভাঙা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমেছে ধস। অবরুদ্ধ হয়ে পড়েছে বহু রাস্তাঘাট। বন্যায় ভেসে গিয়েছে ৩০০-রও বেশি গবাদি পশু। ভেঙেছে বহু বাড়িঘর। অকেজ হয়ে গিয়েছে রাজ্যের ৫০০-রও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার। তবে প্রায় চারশো জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির। এহেন পরিস্থিতিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জলশক্তি দপ্তর। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছনোর কাজও চলছে। ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৫ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ