সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম কাটা নিয়ে শাসক-বিরোধী সংঘাত ভারতীয় রাজনীতির চেনা ছবি। তাই বলে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী নাম গায়েব হবে! উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের সঙ্গে তেমনটাই ঘটেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দেরাদুন পুরসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নামই নেই ভোটার তালিকায়। এই কারণে পুর নির্বাচনে ভোটও দিতে পারেননি তিনি। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। কাঠগড়ায় শাসক দল বিজেপি।
রাওয়াত দেরাদুন শহরের পুরনো বাসিন্দা। বিগত সময়ে ২০২২ সালে হিমাচলের বিধানসভা নির্বাচনে এবং গত এপ্রিল-জুন মাসে লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছিলেন দেরাদুনের নিরঞ্জনপুর কেন্দ্রে। যদিও এদিন ভোট দিতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানানো হয়, “ভোটার তালিকায় তাঁর নাম নেই। এই বিষয়ে রাওয়াত বলেন, “আমি সকালে থেকে অপেক্ষা করছি… আমার নাম পাওয়া যায়নি। অথচ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলাম।” বিজেপিকে তোপ দেগে কংগ্রেস নেতা বলেন, “আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল… জেনেছি তারাই তালিকা থেকে নাম ঢোকানো ও মুছে ফেলার সঙ্গে জড়িত।”
ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছেন রাওয়াত। উত্তরে তাঁকে বলা হয়েছে, কমিশনের কম্পিউটার সার্ভারটি খারাপ ছিল। এই কারণে আপাতত তিনি তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না। উল্লেখ্য, উত্তরাখণ্ড জুড়ে ১১টি পৌরনিগম, ৪৩টি পুরসভা এবং ৪৬টি নগর পঞ্চায়েতে নির্বাচন চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.